আমি খুব সাধারণ পাঠক, মানে হচ্ছে গিয়ে, অসাধারণ ভাবে চোখে ধাক্কা না দেওয়া অবধি দিব্যি পড়ে যাই, যা পাই তাই পড়ি, কিছু 10 বছর পরেও চোখ বন্ধ করে দেখতে পাই, কিছু এক বছরের মধ্যেই ভুলে যাই।
যাকগে, কথা হচ্ছে "মায়ংয়ের মন্ত্র" কেমন লাগলো? হুম, ঠিকই আছে, পড়াই যায়। আমার মন্তব্য শেষ।
প্রত্যেকের টেস্ট আলাদা, তাই নিজে পড়েই/ অন্ততঃ উল্টে পাল্টে দেখে কিনুন
আচ্ছা এবার বইয়ের কথা, ছোটখাটো বেশ ইউজার ফ্রেন্ডলি, তবে দুপাশে জায়গা টা বড্ডো বেশি ফাঁকা লাগলো। "দশ" অনেক বেশি ইনট্যাক্ট ছিলো।
1ম গল্পো- "মায়ংয়ের মন্ত্র" দু/চার যায়গা বাদ দিলে বেশ স্মুথলি পড়া যায়, এক জায়গায় দেখলাম "নাক দিয়ে কথা বলে" কি করে সম্ভব জানি না..।
প্লট পুরোনো দিনের জাদু টোনা আর কি। মানে সেই পুতুলের মধ্যে দিয়ে জাদু বা তন্ত্র। এক ভালো তান্ত্রিক, আরেকজন খারাপ। তবে গল্পের স্টাইল ভালো। পড়তে খারাপ লাগে না।