ফেরিস লারকিন নিজের অন্ধকার অতীতকে ভুলে থাকবে বলে এসছিল সুদূর খনিশহর ভারমিলিয়নে। কিন্তু অনিবার্যভাবে অতীত এসে হাজির হলো ওর পিছু পিছু। সেই সঙ্গে সশস্ত্র লোভী একদল মানুষ লাগল ওর পেছনে। অনিচ্ছাসত্ত্বেও রক্তক্ষয়ী এক সংঘর্ষে জড়িয়ে পড়ল লারকিন।
শওকত হােসেনের আদি নিবাস চট্টগ্রাম চাকরির সুবাদে বাল্য এবং কৈশোর কেটেছে দেশের বিভিন্ন শহরে। বই পড়ার অদম্য নেশা পেয়েছেন বইপ্ৰেমী মায়ের কাছ থেকে । বলতে গেলে রানওয়ে জিরো-এইট অনুবাদের মাধ্যমে হঠাৎ করেই লেখালেখির শুরু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স করেছেন শওকত হােসেন, বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।
ফেরিস লারকিন, যোগ্যতা অনেক বেশী হওয়ার পরও সামান্য একজন অ্যাসেয়ারের কাজ করে যাচ্ছে সুদূর এক খনি শহর ভারমিলিয়নে। কারনটা হল অতীত যেন পিছু না নেয় সে কারনে। অতীতে বোকার মতন এমন কিছু কাজ করেছিল যার খেসারত তাকে এখনো দিয়ে বেড়াতে হচ্ছে। কিন্তু অতীত থেকে পালাতে চাইলেই কি অতীত পিছু ছাড়ে? অতীত পায়ে পায়ে চলে আসল ভার্মিলিয়ন শহরেও। পালাতে চাইলে লারকিন, কিন্তু বিবেক বাধা দিল তাকে। ভাগ্য গড়ার জন্য জড়িয়ে গেল এক রক্তক্ষয়ী সংঘর্ষে। পাশে পেল মায়রাকে।