প্রতিটি মানুষের মধ্যেই লুকিয়ে থাকে অমিত শক্তি। সেই শক্তি আবিস্কার করতে পারলে পুরো দুনিয়াই পাল্টে দেয়া সম্ভব। সবার ভেতরে লুকিয়ে থাকা আলাদিনে দৈত্যটিকে বের করে আনা খুব কঠিন নয়।শুধু চেষ্টার অপেক্ষা মাত্র।
বাদল সৈয়দ স্যারের লেখা বই এই প্রথম পড়লাম। খুব সুন্দর লেখনি স্যারের। বইটিকে একটি মোটিভেশান বই বলা চলে। এই বইটার ২/৩ পৃষ্ঠায় একটি করে জীবন থেকে নেওয়া গল্প এবং তার অভিজ্ঞতা সম্পর্কে লিখেছেন।
আমি সাধারণত এই টাইপের বই খুব কম পড়ি৷ তবে বেশ ভালো লেগেছে আমার কাছে বইটা৷ প্রত্যেকটা গল্প অসাধারণ ছিলো। প্রতিটা গল্প আপনাকে কিছু না কিছু শিক্ষা দিয়ে যাবে। জীবনে কাজে লাগাতে পারলে আসলেই আকাশ ছুতে পারবো আমরা।