জিনতত্ত্বের দিগন্ত উন্মোচন করেছিল মেন্ডেলের জিনতত্ত্ব। সে তত্ত্ব অনুযায়ী একটি জিনের জন্য দুটি অ্যালিল থাকতে পারে। কিন্তু এমন কিছু জিন পাওয়া গেল যাদের ক্ষেত্রে তিনটি বা তার থেকে বেশি অ্যালিল পাওয়া যায়। এরকম ঘটনাকে বলে মাল্টিপল অ্যালিল। সেখান থেকে জন্ম নেয় নানা ব্যতিক্রম ও বৈচিত্র্যতার। মাল্টিপল অ্যালিল ও এরকম একটি ব্যতিক্রম দিক নিয়ে আলোচিত হয়েছে এই সংখ্যার মূল রচনা।
এছাড়া আরো যে যে লেখা থাকছে- 1. ফ্রিৎস হেবার: দানব নাকি দেবদূত? 2. ক্ষুদ্র কণায় বিপুল শক্তি 3. শ্লথ কেন শ্লথগতির 4. উদ্ভিদজগতের অজানা দশ 5. মাল্টিপল অ্যালিল এবং পিতৃত্বের জটিলতা 6. প্রতিবেশী গ্যালাক্সির খোঁজে 7. যেভাবে এলো বি-কোষ এবং টি-কোষ 8. কেন জন্মায় রোবটের প্রতি মায়া 9. বন্দী হবে গ্রহাণু 10. ২০১৭ সালের সেরা বিজ্ঞান দিগন্ত 11. বিপ্লবী বিটটরেন্ট ফাইল শেয়ারিং 12. দ্রুত বংশবৃদ্ধির ইতিবাচক ও নেতিবাচক দিক 13. সাপ যখন উড়ে চলা পাখি 14. ভুলে যাওয়া নক্ষত্র রাধাগোবিন্দ চন্দ্র 15. বায়েস থিওরির ভুবন জয় 16. স্বপ্নে পাওয়া রাসায়নিক সংকেত