জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের নতুন দিগন্ত ক্রিসপার। এই প্রযুক্তি ব্যবহার করে জন্মের আগেই নবজাতককে বিশেষ কোনো রোগের বিরুদ্ধে সহনশীল করে তোলা যায়। অনেক ভালো দিকের পাশাপাশি এরও আছে খারাপের সম্ভাবনা। এককালে এন্টিবায়োটিক ছিল মানুষের জন্য আশীর্বাদ। আজ শত বছর পর সেটিই হতে চলেছে মানবজাতির জন্য সবচেয়ে বড় গলার কাটা। কে জানে এই জিন সম্পাদিত ক্রিস্পার নবজাতকেরা ভবিষ্যতের জন্য কী শঙ্কা নিয়ে আসে? তবে শঙ্কা থাকলেও সময় এগিয়ে যায়, সভ্যতা এগিয়ে যায়। সেরকমই এগিয়ে যাচ্ছে ক্রিসপার প্রযুক্তি। সেই প্রযুক্তি নিয়ে সাজানো হয়েছে এই সংখ্যায় মূল রচনা। পাশাপাশি বিজ্ঞানের অন্যান্য দিকগুলো নিয়েও আছে বিস্তৃত আলোচনা।
এ সংখ্যায় আলোচিত বিষয়গুলো-
ফিচার-
1. ফাইভ-জি নেটওয়ার্ক কি আসলেই শত শত পাখি মেরে ফেলেছে? 2. ক্রিসপার-ক্যাস: রোগ প্রতিরোধে জিন সম্পাদনা 3. বিজ্ঞানের নোবেল পুরস্কারের সীমাবদ্ধতা 4. অণুজীবদের কি নৈতিকতা আছে? 5. কিলোগ্রামের নতুন সংজ্ঞা 6. ল্যাগ্রাঞ্জ পয়েন্ট ও জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ 7. ফিল্ডস পদকে সংখ্যাতত্ত্বের জয়জয়কার 8. সালতামামী: বিজ্ঞানময় ২০১৮ 9. চেকপয়েন্ট ইনহিবিটর: ক্যান্সার প্রতিরোধে নতুন অস্ত্র 10. স্বর্ণখেকো ব্যাকটেরিয়া: স্বর্ণশিল্পে নতুন ঊষা 11. হাইড্রোজেন ফুয়েল 12. কৃত্রিম উপায়ে বৃষ্টি উৎপাদন 13. ইতিহাসের সবচেয়ে বড় পাখি 14. অণু-যোগে যোগাযোগ 15. ইনসাইট ল্যান্ডার: ভাঙাবে যুদ্ধ দেবতার ঘুম 16. বাদ্যযন্ত্রে রসায়ন 17. বিদায়, হে শনির বলয় 18. দীর্ঘ উপবাসে প্রতিরক্ষার হাতিয়ার
রকমারি-
19. যেভাবে কাজ করে লিথিয়াম আয়ন ব্যাটারি 20. দুর্ঘটনায় দারুণ আবিষ্কার 21. প্রকৃতির সবচেয়ে শক্ত পদার্থ 22. পৃথিবীর নীরবতম কক্ষ 23. নাক ডাকার যন্ত্রণার সমাধান