শামসউজজোহার গল্পগ্রন্থ 'বাবার পাঞ্জাবি'। বইটিতে গল্প রয়েছে মোট আটটি : ‘এই মিথ্যেটি সুন্দর’; ‘প্যারোলে মুক্তি’; ‘কবীর ভাইয়ের কলম’; ‘বোকার বেশে’; ‘আত্মগোপনে আছি’; ‘বাসি না-বাসি, অভিনয় বাসি’; ‘প্রথম রাত্রি, প্রথম ভোর’; ‘স্কুল কলেজ ভার্সিটি, বাবার পাঞ্জাবি’।
বইটি সম্পর্কে লেখক শুরুতেই লিখেছেন, ‘একটা উপন্যাস বা গল্প লিখব বলে নয়, প্লট খুঁজে খুঁজে কোনো কাহিনী লেখার চেষ্টাও এটি নয়। একেক সময় চারপাশে ঘটে যাওয়া বিষয়গুলো মনকে আহত করে, অশান্ত করে তোলে। তখন অনেক কথা বলতে ইচ্ছে করে, অনেক বক্তব্য তৈরি হয়। কোনোটা কাউকে বলা হয় তো কোনোটা হয়ই না। একসময় ভাবনাটাই হারিয়ে যায়। তার বাইরে এসে চেনাজানা ঘটনার মাঝে যেটুকু আড়াল থাকে, তা প্রকাশ করার দায়বোধ কীভাবে এড়াই। এই চিন্তা থেকেই গল্পগুলোর জন্ম।’
শামসউজজোহার জন্ম ২২ মাঘ ১৩৮৩ বঙ্গাব্দ, রাজশাহীর পুঠিয়ায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর। পেশায় লেখক ও ব্রডকাস্টার। গণশিল্পী ও বর্ণমালা সংগঠনের সঙ্গে যুক্ত রেখেছেন নিজেকে। তাঁর প্রকাশিত বই ‘শহরের শেষবাড়ি’ (কবিতা), ‘পায়ে পায়ে রাজপথ’ (প্রবন্ধ), ‘ধুলোকে ধন্যবাদ’ (কবিতা), ‘শ্যামলীর ছবি’ (কথোপকথন), ‘হ্যালো মিস্টার জিরো ওয়ান টু’ (গল্প)। সম্পাদনা করেছেন ‘কবিতা কনসার্ট’ (আবৃত্তি সিরিজ), ‘মতিহার কবিতার’ (আবৃত্তি সংকলন) এবং ‘এইসব দিনরাত’ (সাহিত্য পত্রিকা)। প্রতিষ্ঠা করেছেন সংগঠন বর্ণমালা।
'বাবার পাঞ্জাবি' প্রকাশিত হয়েছে বাংলালিপি থেকে। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। মূল্য ১৫০ টাকা।