Jump to ratings and reviews
Rate this book

শ্যামলতার মৃত্যুশিথান

Rate this book

127 pages, Hardcover

First published January 1, 2014

1 person is currently reading
36 people want to read

About the author

Imtiar Shamim

53 books115 followers
ইমতিয়ার শামীমের জন্ম ১৩ ফেব্রুয়ারি ১৯৬৫ সালে, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। আজকের কাগজে সাংবাদিকতার মাধ্যমে কর্মজীবনের শুরু নব্বই দশকের গোড়াতে। তাঁর প্রথম উপন্যাস ‘ডানাকাটা হিমের ভেতর’ (১৯৯৬)-এর পান্ডুলিপি পড়ে আহমদ ছফা দৈনিক বাংলাবাজারে তাঁর নিয়মিত কলামে লিখেছিলেন, ‘একদম আলাদা, নতুন। আমাদের মতো বুড়োহাবড়া লেখকদের মধ্যে যা কস্মিনকালেও ছিল না।’

ইমতিয়ার শামীম ‘শীতের জ্যোৎস্নাজ্বলা বৃষ্টিরাতে’ গল্পগ্রন্থের জন্য প্রথম আলো বর্ষসেরা বইয়ের পুরস্কার (২০১৪), সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০২০ সালে বাংলা একাডেমি পুরস্কারসহ দেশের প্রায় সকল প্রধান সাহিত্য পুরস্কার পেয়েছেন।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (10%)
4 stars
7 (70%)
3 stars
2 (20%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 8 of 8 reviews
Profile Image for Safwan  Mahmood.
115 reviews6 followers
November 2, 2025
প্রথম ইমতিয়ার শামীম পাঠ। ‘শ্যামলতার মৃত্যুশিথান’ সংকলনের গল্পগুলোর মূল থিম সামাজিক অধঃপতন ও মানসিক বিপর্যয়; প্রেক্ষাপট সেনাশাসন আমলের, আর পটভূমি অধিকাংশই গ্রামীণ। বাম দৃষ্টিকোণ থেকে সেনাশাসনের নানা দিকের সমালোচনা, ক্ষমতার স্বার্থে ধর্মের অপব্যবহার এবং ধর্মব্যবসার মতো বিষয়গুলো গল্পে বারবার এসেছে। অধিকাংশ গল্পেই ফ্রয়েডীয় দৃষ্টিভঙ্গি থেকে শ্যামলতার মৃত্যুর পেছনে যৌনতার নানাবিধ প্রভাব লক্ষ্য করা যায়।

গল্পগুলো থিমেটিকভাবে ও প্রেক্ষাপটের দিক থেকে কাছাকাছি হওয়ায় কিছু জায়গায় রিপিটেটিভ মনে হলেও, লেখক উপস্থাপনায় ভিন্নতা রেখেছেন। এজন্য কিছু গল্প স্মৃতিচারণমূলক, কিছু মনস্তাত্ত্বিক, আবার কিছু নাটকীয় ঘটনাবহুল। এর মধ্যে ‘চাঁদকুয়াশার ভোর’ গল্পটি সবচেয়ে নিরীক্ষাধর্মী এবং লেখনির দিক থেকে নিঃসন্দেহে সবচেয়ে শক্তিশালী। বিশেষ করে এই গল্পে উপমা ও প্রতীকের ব্যবহার ছিল অনবদ্য।

তবে ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে পছন্দের হলো বইটির প্রথম গল্প ‘নির্মাণের প্রাকপর্ব’। খাবার টেবিলে বাবা ও ছেলের একসাথে বসে খাওয়ার দৃশ্যকে কেন্দ্র করে লেখক তুলে ধরেছেন দুই প্রজন্মের মানসিক ভিন্নতা, লালসা, আকাঙ্ক্ষা এবং বোধের সংঘাত। এই দারুণ গল্পটির কারণেই বইটির প্রতি প্রথম ইম্প্রেশন অনেক ভালো ছিল। আর শেষ গল্প ‘নির্ভরতার দুঃখ’-এর সমাপ্তি পুরো বইটি শেষ করার পর কিছুটা ঘোরের মধ্যে ফেলতে বেশ প্রভাব ফেলেছে।

তবে এই বইয়ের প্রধান সমস্যা হলো, শ্যামলতার মৃত্যুর আখ্যানে একই ধরনের সমস্যার পুনরাবৃত্তি এবং লেখকের একপাক্ষিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। বিশেষ করে ‘ঘাসওঠা মাঠে এক সবুজ বালক’ গল্পটি পড়ে মনে হয়েছে, লেখক যেন কেবল নিজের অপছন্দের বিষয়গুলোকে খারাপভাবে উপস্থাপন করার জন্যই গল্পটি লিখেছেন। তাই শেষ পর্যন্ত ভীষণ বেমানান লেগেছে গল্পটা।

যদিও দু’একটা গল্প বাদে এই সংকলনের কোনো গল্পই দীর্ঘদিন মনে থাকার মতো নয়। তবুও অনেক দিন পর এরকম ছোটগল্প পড়লাম, আর এই ধরণের লেখা আগে খুব বেশি পড়াও হয়নি, তাই গল্পগুলো পড়তে খারাপ লাগেনি। মাস্টারপিস না হলেও, বহুল প্রশংসিত এই লেখকের নিরীক্ষাধর্মী লেখাগুলো যথেষ্ট মানসম্মত লেগেছে।

📘 বইয়ের নাম: শ্যামলতার মৃত্যুশিথান

📘 লেখক: ইমতিয়ার শামীম

📘 বইয়ের ধরণ: সামাজিক গল্প, অ্যান্থলজি

📘 ব্যক্তিগত রেটিং: ৪/৫
Profile Image for Rifat.
501 reviews328 followers
June 18, 2025
শ্যামলতার মৃত্যুশিথান একযুগ আগে প্রকাশ হওয়া গল্পগ্রন্থ। শ্যামলতার মৃত্যু প্রক্রিয়া আসলে শুরু হয়েছে সে সময়ের আশেপাশেই। মোট গল্পের সংখ্যা ৭ টি। বলতে গেলে প্রায় প্রতিটি গল্পই এর ঘটনাপ্রবাহ দিয়ে পাঠকদের অপ্রস্তুত করে ফেলে, যেভাবে অপ্রস্তুত হয় ঘাসওঠা মাঠে এক সবুজ বালক এর পিতা। আর ঠিক এইসব অপ্রস্তুত অবস্থা থেকে ধাতস্থ হতে হতেই দেখা যায় মরে গেছে শ্যামলতা।
মৃত্যু তো কতভাবেই আসে! কিন্তু কী ঘটে শ্যামলতার মৃত্যু শুরু হলে? অথবা কার সে জীবনযাপন, কোন সে দিনযাপন- যা শ্যামলতার মৃত্যুকে অনিবার্য করে তুলতে থাকে? প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে সমাজ, সংসার, ব্যক্তি আর ব্যক্তিমনের; এবং ঘটাই তো স্বাভাবিক। কিন্তু এইসব পরিবর্তনের মধ্যে কী এমন দৈন্য থাকে, কী এমন লালসা থাকে যে, মানুষকে তা এমন এক উপলব্ধির প্রান্তরে দাঁড় করায় যে সে তার জীবনের কোনওখানে আর শ্যামলতা দেখে না, অথবা দেখে- দেখে, ক্রমশই মিলিয়ে যাচ্ছে দূরে, অনেক দূরে।

রিয়াল ওয়ার্ল্ডে শ্যামলতা যে অলরেডি মরে গেছে তা প্রমাণিত হয় ৫০০ টাকার জন্য ১৩ বছরের কিশোরের ছুরিকাঘাতে ১২ বছরের কিশোর খুন এবং ইত্যাদি ইত্যাদি খবরাখবরের মধ্য দিয়ে।
যাক গে..



এই বছরের নতুন এডিশনের প্রচ্ছদখানা অতি মনোগ্রাহী, রংচঙে।


৩.৫/৫


১৮ জুন, ২০২৫
Profile Image for Harun Ahmed.
1,668 reviews436 followers
November 23, 2022
৩.৫/৫
"মৃত্যু তো কতভাবেই আসে! কিন্তু কী ঘটে শ্যামলতার মৃত্যু শুরু হলে? অথবা কার সে জীবনযাপন, কোন সে দিনযাপন, কোন সে দিনযাপন-যা শ্যামলতার মৃত্যুকে অনিবার্যে করে তুলতে থাকে? প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে সমাজ, সংসার, ব্যক্তি আর ব্যক্তিমনের; এবং ঘটাই তো স্বাভাবিক। কিন্তু এইসব পরিবর্তনের মধ্যে কী এমন লালসা থাকে যে, মানুষকে তা এমন এক উপলদ্ধির প্রান্তরে দাঁড় করায় যে সে তার জীবনের কোনওখানে আর শ্যামলতা দেখে না, অথবা দেখে-দেখে, ক্রমশই মিলিয়ে যাচ্ছে দূরে, অনেক দূরে।

আমাদের চারপাশের এইসব পরিবর্তন, সমাজ ও সংসারের, ব্যক্তি ও ব্যক্তিমনের, গ্রাম ও শহরের সেইসব দীনতা ও লালসাই মিথ হয়ে উঠেছে শামীমের গল্পে। শ্যামলতার মৃত্যুশিথানে দাঁড়িয়ে তিনি বয়ান করেছেন শ্যামলতার মিথ হয়ে ওঠার গ্লানি ও অনিবার্যতাকে।"


(বইয়ের ফ্ল্যাপ থেকে)
Profile Image for Aditee.
90 reviews21 followers
April 3, 2019
এই লেখক বাজারের ফর্দ লিখে ছাপালেও তাতে তারার পর তারা পরার সম্ভাবনা আছে আমার হাত দিয়ে।
আমি তাঁর বায়াসড পাঠক।
কাজেই রিভিউ টিভিউ এসব বাহুল্যে কী আসে যায়!

পড়েন। পড়ে ভালো না লাগলে, উনি আপনার খাদ্য না।
আর ভালো লাগলে যা পান, আঁকড়ে ধরেন।
পড়তে থাকেন।
Profile Image for Anik Chowdhury.
177 reviews36 followers
May 25, 2025
লেখকের পুরানো বইগুলো এখন আর তেমন পাওয়া যায় না। তবে মাঝামাঝে পুনঃমুদ্রিত হয়ে এলে আমাদের মনে আনন্দ জাগে। শ্যামলতার মৃত্যুশিথান তেমনই একটি বই, যা এবারের মেলায় পুনঃমুদ্রিত হয়ে এলো।
গল্পগুলো মাঝে মাঝে খুব বিষন্ন করে দেয়, একজন মানুষের ভাত খেতে চাওয়ার আকুতি কিংবা নিজেকে প্রতিষ্ঠিত করতে চাওয়ার লালসার আড়ালে আবডালে মানুষের মনের সুপ্ত ইচ্ছার যে বিকিরণ ঘটে তা প্রভাবিত করে পড়তে থাকা পাঠকের মনকেও। জীবন ও মাটির আরেকটু কাছে গিয়ে এই গল্পগুলো আমাদের  ব্রাত্য জনগোষ্ঠীর মানুষের কথা বলে। বলে ওঠে না অত্যাচারের কথা যা আমাদের সমাজে আজও বহমান। লেখক পাঠককে আবদ্ধ করে ফেলে তার গল্পের সীমানা দিয়ে। স্নিগ্ধ সুন্দর মানুষগুলোর জীবনে ঘটতে থাকে ঘটনা। রেলওয়ে স্টেশনের মিজানের মা কিংবা জ্যোৎস্নায় ভেসে যাওয়া কিছু মানুষ তাই হয়ে ওঠে গল্পের প্রধান চরিত্র। মানুষের অপরিমেয় লালসা কিংবা বন্ধুদের সামজের শৃঙ্খলকে অস্বীকার করার যে সুপ্ত ইচ্ছা তা নজরে আসে সহজেই।
Profile Image for আহসানুল করিম.
Author 3 books27 followers
February 8, 2019
শ্যামলতার মৃত্যুশিথান পড়তে পড়তে গল্পগুলোর সাথে প্রাসঙ্গিক কিংবা অপ্রাসঙ্গিক নানা রকম অনুভূতি দ্বারা আক্রান্ত হই। যে জমিতে আমি দিনভর বর্গাচাষ করি প্রতিদিন সকালে এসে, সেখানে বসে বসে এইসব অনুভূতির বুদবুদ আমাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজে নিজের দক্ষতা বৃদ্ধি করতে না পারা নিয়ে যে হতাশা তাকে আরো সহজভাবে নিতে শে��ায় কিংবা অল্প কয়টা টাকা-লুঙ্গি-শাড়ির জন্যে লাইগেশন করিয়ে এসে পরে ভাগ্যদোষে একমাত্র সন্তান আর স্ত্রীকে হারিয়ে গল্পের সেই নিরুপায় নিজামের মত আমাকে আরো বেশি অসহায় করে তোলে। কারণ আমি জানতে পারি শ্যামলতার মৃত্যু হচ্ছে। নির্মূল হবে শিগগির। অনিবার্য এই পরিণতি।
Profile Image for শিফাত মহিউদ্দিন .
114 reviews3 followers
November 15, 2019
ইমতিয়ার শামীমের তুলনামূলক নতুন বইগুলোর একটি, ২০১২ সালে প্রকাশিত। উপন্যাসের মত ছোটগল্পেও তিনি সমান তুখোড়। কিন্তু অবাক করা ব্যাপার যে এই বইয়ের গল্পগুলোতে রাজনৈতিক কনটেকস্ট রয়েছে অল্পই যার সাহসী দুর্দান্ত উপস্থিতি সচরাচর তার অন্য লেখাগুলোতে থাকে। তারপরেও পাঁচ তারা, কারণ আমি এখন ইমতিয়ার শামীমের বায়াসড পাঠকে পরিণত হয়েছি। আজিজ মার্কেট আর কনকর্ডে হন্যে হয়ে তার বই খুঁজতে খুঁজতে আমার পাঠকজীবন লাভ করেছে পুনর্জন্ম। তার পুরো কৃতিত্ব এই ইমতিয়ার শামীম ও মাহমুদুল হকের।
April 30, 2022
সূক্ষ্ম-ধারালো গল্পের পসরার বর্শা আচমকা এসে লাগছে-বিঁধছে-ফুটছে। সাধারণ-খুবই সাধারণ কিন্তু কী অসাধারণ চোখে দেখা! কী সুমিষ্ট বা তিক্ত অভিজ্ঞতা-অসহ্য যন্ত্রণা-অবর্ণনীয় ব্যথা-সরল আকুতি-নির্মল প্রশান্তি!

সার্থক ছোটোগল্পের সমাহার।
Displaying 1 - 8 of 8 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.