অনুপম রায় একজন বাংলা ভাষার সমসাময়িক গায়ক, গীতিকার এবং সুরকার। ২০১০ সালে সৃজিত মুখার্জির অটোগ্রাফ চলচ্চিত্রে "আমাকে আমার মতো থাকতে দাও" ও "বেঁচে থাকার গান" এর মাধ্যমে কলকাতার গানের জগতে আলোড়ন ফেলে দিয়েছিলেন। তিনি ২৯ মার্চ, ১৯৮২ সালে জন্ম গ্রহণ করেন। তার প্রাথমিক শিক্ষার ১০ বছর পার করেন কলকাতার সেন্ট পালস ব্রডিং অ্যান্ড ডে স্কুলে। কলেজের পড়া শেষ করেন বেহালার এমপি বিরলা ফাউন্ডেশন থেকে। অনুপম রায় কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ সালে গোল্ড মেডেল অর্জন করেন। অনুপম রায় গানের সবকাজ নিজেই করেন। তার অধিকাংশ গানের ক্ষেত্রেই তিনি নিজেই গান লেখেন, সুর করেন এবং গান গান। উল্লেখযোগ্য গ্রন্থসমূহ : ম্যাকি, বৃষ বসে থাকে, আমাদের বেঁচে থাকা, মন ও মেজাজ, অনুপম কথা, সময়ের বাইরে, ছোঁয়াচে কলম, অনুপমকথা ও অন্যান্য।
বিশিষ্ট গায়ক অনুপম রায়ের 'মন ও মেজাজ' এই কবিতার বই তার মন মেজাজের কথাই বলে। বইতেও উল্লিখিত রয়েছে। ফলত এই বইয়ের কবিতাগুলো সব কবিতা পাগল পাঠকদের মনোমত হবে তা কিন্তু নয়। কবিতার বিধি অনুযায়ী এই কবিতা একটু 'হাটকে' ধরনের কবিতা। কিছু লাইনগুচ্ছ মনোমত হলে কিছু নাই হতে পারে। তবে আপনার মনে কবিতার ক্ষুধা থাকে তবে এই বই আপনাকে নিরাশ করবে না। এই কবিতার বইয়ের ঘটনাচক্র কবিতাটি আমার বেশ মনে ধরেছে। এছাড়াও বক্স কবিতা ১ ও ২ নামক কবিতাও আমার বিশেষ পছন্দ হয়েছে।