What do you think?
Rate this book


256 pages, Paperback
First published January 1, 1981
"There’s no doubt that children have an innate sense of humor. No matter how young they are, they always know when something’s really funny."
["br"]>["br"]>["br"]>["br"]>["br"]>["br"]>["br"]>["br"]>["br"]>["br"]>["br"]>["br"]>["br"]>["br"]>["br"]>["br"]>["br"]>["br"]>["br"]>["br"]>["br"]>["br"]>["br"]>["br"]>["br"]>ভালো করে চিবোও তুমি
চিবিয়ে চিবিয়ে খাও,
ভাত, মাছ, মাংস, ডিম
সবটা চিবিয়ে নাও!
তোমাই স্কুল, চমৎকার স্কুল;
ভিতরে আর বাইরে, খুবই চমৎকার স্কুল।
গোল চোখ, গোল চোখ
কাটাকাকুটি নাক
গোলগাল মুখ, ব্যাস
এইভাবে থাক।
চুল তিন খাড়া খাড়া
তিন চুল, হোঃ!
মোটাসোটা গিন্নিবান্নি,
গিন্নিবান্নি গো!
বাবা, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়,
হাত-মুখ ধুয়ে তুমি এখনি নাস্তা কর।
না না, আমি ঘুম থেকে উঠবোনা,
না না, আমি স্কুলে যাবনা।।
বাবা জুতা পর, পর টুপি তাড়াতাড়ি,
তোমার জন্য আজ আমার অফিসে হবে দেরী।
না না, আমি টুপি পরবনা,
না না, আমি স্কুলে যাবনা।।
চল আজ স্কুল আর অফিস করি কামাই,
বরং তুমি আমি আজ লেপের নিচে ঘুমাই।।
না না, আমি ঘুম থেকে উঠবোনা,
না না, আমি স্কুলে যাবনা।।