ড. সাল্লাবির এই বইটি প্রতিটি মুসলিম যুবক ও স্বাধীনতাকামী মানুষের জন্য প্রেরণার উৎস। উমর মুখতার প্রমাণ করে দিয়েছেন যে, "সত্যের পথে যুদ্ধে পরাজয় বলে কিছু নেই—হেরে গেলেও তা শাহাদাতের মাধ্যমে বিজয়ে পরিণত হয়।"
এই বইটি পড়ুন, ইতিহাস জানুন এবং একজন সত্যিকারের মুজাহিদের জীবন থেকে শিক্ষা নিন।
"লায়ন অব দ্য ডেজার্ট" (The Lion of the Desert) প্রকৃতপক্ষে শুধু একটি বই নয়, বরং এটি একটি ঐতিহাসিক দলিল যা লিবিয়ার স্বাধীনতা সংগ্রামের মহান নেতা উমর আল-মুখতার -এর জীবন, সংগ্রাম ও আদর্শকে বিশ্বের সামনে অমর করে রেখেছে। ড. আলি মুহাম্মদ সাল্লাবির রচনায় এই বইটি পাঠকদেরকে ইতিহাসের গভীরে নিয়ে যায়, যেখানে ধর্মীয় বিশ্বাস, জাতীয়তাবাদ ও বীরত্বের এক অসাধারণ মিশেল ঘটেছে।
একজন অমর বিপ্লবী উমর মুখতার (১৮৫৮–১৯৩১) ছিলেন লিবিয়ার সানুসি আন্দোলনের নেতা এবং ইতালীয় উপনিবেশবাদের বিরুদ্ধে এক অসম যুদ্ধের প্রতীক। তিনি ছিলেন একাধারে একজন সুফি সাধক, কুরআনের হাফিজ, যোদ্ধা এবং কৌশলবিদ। তার জীবনাদর্শ ছিল—"আমরা আত্মসমর্পণ করি না; হয় বিজয়, নয় শাহাদাত।"
ইতালীয় উপনিবেশবাদের বিরুদ্ধে জিহাদ - ১৯১১ সালে ইতালি লিবিয়া দখল করলে উমর মুখতার গেরিলা যুদ্ধের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলেন। ২০ বছর ধরে তিনি মরুভূমিতে ইতালিয়ানদের বিরুদ্ধে ২৬৩টিরও বেশি যুদ্ধ পরিচালনা করেন।
অস্ত্র ও সৈন্য সংখ্যায় কম হলেও তিনি মরুভূমির ভূপ্রকৃতি ও গেরিলা কৌশল ব্যবহার করে ইতালিয়ানদের ব্যতিব্যস্ত করে রাখেন।
ইতালিয়ান জেনারেল গ্রাজিয়ানি বারবার তাকে আত্মসমর্পণের প্রস্তাব দেয়, কিন্তু তিনি বলেন, "আমার হাতে তরবারি আছে, তোমাদের প্রস্তাবের উত্তর এটাই।"
১৯৩১ সালে তাকে গ্রেপ্তার করে ইতালিয়ানরা একটি ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। কিন্তু তার মৃত্যু লিবিয়ার স্বাধীনতা আন্দোলনকে আরও বেগবান করে।
বইটির এটি শুধু একটি জীবনী নয়, বরং ইসলামী জিহাদ, ধৈর্য ও ত্যাগের এক মহাকাব্য।