এই বই এর চেয়ে অসাধারণ বই আমার মতে কখনো লেখা হয়েছে বলে মনে হয় না। মানিক, বিভূতিভূষণ এর বই, এই বই এর কাছে নুন এর চেতেও নগণ্য। এই বই এর একটা রোমাঞ্চ রয়েছে, রয়েছে রোমান্স ও। কিন্তু সবচেয়ে উল্লেখ্য হচ্ছে, এই বইটি একটি শিক্ষণীয় বই।এতে ছাত্রদের শিখানো হয়েছে যে ভালোবাসা কতবড় একটি কামর সেই ছোট্ট হৃদয় এ।আমি আর বলতে চাইনা, নাহলে সকলে আর বইটির আসল সৌন্দর্য বুঝবে না।আমি বইটি পড়িনি, বইটি আমায় পড়েছে।
এই বইটা পড়ার পর আমার মনের চোখ খুলে গেছে। ছাত্রজীবনে এই বইটা পাইনি কেন ভেবে বই দিয়ে মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে ফেলেছি,তবুও বইয়ের বাইন্ডিং খুলে নাই৷ বড়ই আচানক ব্যাপার!