সর্বদায়ী মিথের জগতে মানুষের বসবাস- মিথতাত্ত্বিকদের মধ্যে জোসেফ ক্যাম্পবেলই কথাটা সবচেয়ে স্পষ্ট ও বিশদভাবে আমাদের জানিয়েছেন।
এই আলাপচারিতায় তিনি ঈশ্বর, দেবতা ও প্রকৃতি নিয়ে প্রাচ্য ও পাশ্চাত্যে বিশ্বাসের রূপ ও ভিন্নতা, আমাদের যুগে মাতৃদেবীর আর্কিটাইপ, আধ্যাত্মিক স্বাধীনতা এবং মানবজীবনে মিথের ভূমিকা নিয়ে আলোচনা করেছেন।
পুরাণ (myth) বরাবরই আমার প্রিয় বিষয়। জোসেফ ক্যাম্পবেলের আলাপচারিতার বই "দ্য পাওয়ার অফ মিথ" পড়ে আমার মিথভক্তি চিরস্থায়ী রূপ লাভ করেছিলো।মিথ নিয়ে ক্যাম্পবেলের বিপুল ও সুদূরপ্রসারী গবেষণার নির্যাস ধরা আছে বিল ময়ার্সের সঙ্গের এই কথোপকথনে। এই ছোট্ট বইটা হাতের কাছে পাওয়ায় পড়ে ফেললাম।যারা মিথ সম্পর্কে জানতে আগ্রহী তাদের রেকমেন্ড করার ইচ্ছেও ছিলো। কিন্তু দেখা যাচ্ছে,মিথ সম্পর্কে প্রাথমিক ধারণা না থাকলে এই বইটা বোঝা বেশ কষ্টসাধ্য হয়ে যাবে নতুনদের জন্য।অনুবাদের মানও মাঝারি পর্যায়ের। নিজে ব্যক্তিগতভাবে কিছুটা উপকৃত হলাম এবং অবাক হলাম এই জেনে যে,ক্যাম্পবেলেরও ভুল হয় কিছু জায়গায়!!