লেখকের ৫৪ দিনের চেন্নাই তথা মাদ্রাজ ভ্রমণকে কেন্দ্র করেই দিনলিপি বা চিঠি আকারে লেখা পুরো বইটি। চেন্নাইয়ের মানুষ, যোগাযোগ, চিকিৎসা, যাতায়াত, শিক্ষা, দর্শনীয় স্থান সবকিছু মিলিয়ে খুব সুন্দর তথ্যবহুল একটা বই। লেখার স্টাইলও খুব সুন্দর!
শুধু চেন্নাই নয়, একে একে লেখকের ব্যাঙ্গালোর, মাইসোর, মহাবলীপুরাম, মাদুরাই, রামেশ্বরম, কন্যাকুমারী, কোডাইকানাল ভ্রমণ অভিজ্ঞতাও উঠে এসেছে এখানে।
ভ্রমণপ্রেমীদের জন্য অবশ্যই রিকমেন্ডেড। তাছাড়াও যে কারোরই ভালো লাগবে আশা করা যায়।