তো এবার শুরু করি। প্রথমেই বইটির প্রচ্ছদ দেখে আপনি ভেবে বসতে পারেন এটা গতানুগতিক ভূতের বই। কিন্তু বাস্তবে সম্পূর্ণ বিপরীত। এর প্রত্যেকটি গল্পই ইতিহাস, পূরাণ, কল্পকাহিনী দিয়ে ঠাসা। যা ভয়ংকর একটা পরিবেশ তৈরি করবে কিংবা ভয়ংকর একটা অনুভূতি আপনাকে দিবে এ নিশ্চিত।
গল্পগুলোর মধ্যে বেশ কিছু গল্প মিরচি বাংলাতে উপভোগ করেছি ইতোমধ্যে । ওগুলোই আমার মতে বইটির শ্রেষ্ঠ রচনাবলী। কিছু গল্প পূর্বের কোন কোন বইতে পড়েছি। নতুন করে "মানুষ কুমিরে" র ২য় অংশ "বাঘের থাবা কুমিরের দাত" ও বেশ উপভোগ করেছি। তাছাড়া, ডাকাতের চেয়েও ভয়ংকর উপন্যাসিকাটিও ছিল ফাটাফাটি ।
হিমাদ্রীদার বইগুলো সবসময়ই বেশ আগ্রহ সহকারে পড়ি এবং উপভোগ করিও বটে। তাছাড়া মিরচি বাংলার গল্পগুলো শুনে বইটির প্রতি আলাদা আগ্রহ তো ছিলই। তো যারা এখনো পড়েননি তারা শীঘ্রই পড়ে ফেলুন। কেননা ভয়ংকর সিরিজের আরো তিনটি বই আছে। "ভয়ংকর স্বীকারোক্তি"," অ্যাডভেঞ্চার ভয়ংকর ", " এ ১২ ভয়ংকর "।
লেখকের সাথে প্রথম পরিচয় হয় ' রানি হাটশেপসুটের মমি ' উপন্যাস থেকে। আনন্দমেলাতে ধারাবাহিক ভাবে বেরিয়েছিল । ওই উপন্যাসটি পড়ে অসাধারণ লেগেছিল। এবার আসা যাক ' ভয় ভয়ঙ্কর 'এর কথায়। ১০ টি গল্প, ২টি বড় গল্প, ৩টি উপন্যাস নিয়ে তৈরি এই বইটি। এর মধ্যে বেশ কিছু গল্প Sunday Suspense এ অডিও স্টোরি হিসাবে আছে । সবকটি গল্পই কিশোর পাঠকদের জন্য উপযোগী। সবথেকে ভালো লাগলো 'নিবভাঙা কলম' , ' আঁকার খাতা' , ' কফিন ' , ' মসমাই অর্কিড' , ' পুনর্জন্ম ' , ' খলবলি' । তবে লেখকের বেশ কিছু গল্প সত্যজিৎ রায়ের এর প্রফেসর শঙ্কুর থেকে অনুকরণ মনে হল । যদিও লেখক হুবহু অনুকরণ করেন নি , অল্প নিজস্ব চিন্তাভাবনা জুড়ে বদল এনেছেন তবুও খানিকটা হতাশ হলাম। এছাড়া ভালো লেগেছে ' মানুষ কুমির' এবং ' বাঘের থাবা কুমিরের দাঁত ' গল্প দুটি। একই চরিত্রদের নিয়ে লেখা দুটি গল্পে লেখক সুন্দরবনের বিপদসঙ্কুল এলাকায় কল্পবিজ্ঞানের জাল বুনেছেন। শুধু একটাই ঘটনা একটু হাস্যকর লাগলো। প্রফেসর নীলকান্ত সোম জিন এর সাহায্যে রূপান্তরিত হন বুঝলাম, কিন্তু যখন তিনি মানুষ থেকে কুমির হচ্ছেন তাঁর পরনের জামাকাপড় কি বেমালুম অদৃশ্য হয়ে যাচ্ছে?! কারণ তিনি যখন আবার মানুষ রূপে ফিরে আসছেন তখন নাকি তাঁর গায়ে খাকি পোশাক এবং সারা গায়ে জল ঝড়ছে! এটা খুব বোকা বোকা লেগেছে । কিন্তু সব মিলিয়ে বইটি বেশ রোমাঞ্চকর এবং কিশোর পাঠকদের উপযুক্ত। তবে আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে আপনার এই বই মোটামুটি লাগতে পারে।
This entire review has been hidden because of spoilers.
আমি ভূতের গল্পের ফ্যান নই। আমার পড়া হিমাদ্রিকিশোর দাশগুপ্তের প্রথম বই এটা। অসাধারণ লাগলো। প্রত্যেকটা গল্পের স্বাদ ভিন্ন। শুধু ভূত নয় আরো অনেক ভয়ের গল্প আছে এতে। কিছু কিছু তো একেবারে মন ছুঁয়ে যায়..বিশেষ করে ' ডাকাতের চেয়েও ভয়ঙ্কর ' এই গল্পটা। 5 Star rating না দিলে টা অন্যায় করা হবে। আরো কিছু বই পড়বো ওনার লেখা... সত্যিই খুব ভালো লেগেছে।