বইটির কন্টেন্ট মন্দ না , ভালো। বইটিতে মূলত বিজ্ঞানের একদম বেসিক লেভেলের বিভিন্ন বিষয় আলোচনা করা হয়েছে, সাথে সাথে কিছু চিত্রও দেয়া আছে। তাতে করে এই বইটি প্রাইমারী লেভেলের অথবা সদ্য হাই স্কুলে পা রেখেছে এমন পাঠকের জন্য পারফেক্ট।
খুব চমৎকার একটা বই। পড়তে ভালো লাগে। বইটা ৪টা ভাগে ভাগ করা: ১. বিজ্ঞানের মজার খেলা, ২. মাথায় কত প্রশ্ন জাগে, ৩. বিজ্ঞানের ভুল করে আবিষ্কারের মজার ঘটনা ৪. বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোগের শুরুর গল্প। অনেক কিছুই জানা যাবে এসব থেকে। মজার এই বইটা সকল বয়সী মানুষের পছন্দ হবে।