জন্ম- ১৯৬৯ অক্টোবরে, খুলনা। পড়াশুনা করেছেন বরিশাল ক্যাডেট কলেজ এবং আলীগড় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়, মেলবোর্ন-এ।
প্রকাশিত কাব্য গ্রন্থ: ঈশ্বরদী, মেয়র ও মিউলের গল্প (২০০১)। বইটি সে বছর প্রথম আলোর নির্বাচিত বইয়ের তালিকায় মনোনীত হয়েছিলো।
এটি একটি কাব্যগ্রন্থ। মতামত দেবার আগে বলে রাখা ভাল যে, আমি কবিতাপ্রেমী কিংবা কবিতার সমঝদার কোনটাই নই। এই বিশেষ লেখকের আমার প্রথম পড়া মৌলিক বই(কবিতার বই) এটাই।
কিছুটা বুঝেছি, বেশিরভাগই বুঝিনি। অনেকটা গদ্যঢংগে লেখা হয়েছে কবিতার বইটি। লেখালেখির জগতে লেখক আনাড়ী কেউ নন এটা বোঝা গেল। যতটুকু বুঝেছি, বা যা-ই বুঝিনি পড়তে ভাল লেগেছে এটাই উপলব্ধি। হাতে লেখকের আরো ১টি বই রয়েছে, অগাস্ট আবছায়া। দেখা যাক তার গদ্য-উপন্যাসের কি হাল।
বইটি শেষ করবার পর মনে কিছুটা মুগ্ধতার রেশ রয়ে যাওয়ায় ৪ তারা দেয়া হল।