একেই বলে কেস খাওয়া! সঙ্কর্ষণ রায় একদা বিজ্ঞানভিত্তিক প্রচুর গল্প লিখেছেন। আমাদের ছোটোবেলায় কিশোর জ্ঞান বিজ্ঞান তাঁর লেখা ছাড়া ভাবাই যেত না। এই বইটা আদতে ১৯৬২-তে প্রকাশিত। ত্রিপুরার প্রসিদ্ধ প্রকাশনা জ্ঞানবিচিত্রা বইটি পুনঃপ্রকাশের সময় 'A Science Based Novel' ট্যাগানোয় বইটা কিনে ফেলি। পড়েও ফেলি। কিন্তু তারপর বুঝি, এ প্রায় উড়ন্ত চাকি নামে লোকেদের দুরন্ত ফাঁকি (সৌজন্যে শীর্ষেন্দু) দেওয়ার মতো ব্যাপার। গল্পটায় বিজ্ঞান-টিজ্ঞান কিচ্ছু নেই। আছে গবেষক ও তাঁর গাইডের মধ্যে অশরীরী, শরীরী, পোস্ট-শরীরী প্রেম। বইটা স্রেফ সামাজিক উপন্যাস। সেই হিসেবে দেখলে ও বিজ্ঞাপিত হলে বইটাকে তিনটে তারা দেওয়া যেত, কারণ প্রকাশভঙ্গি আধুনিক, ঘটনাক্রমেও বেশ একটা আনন্দলোকের উপন্যাস টাইপের ব্যাপার আছে। কিন্তু বিজ্ঞান-ভিত্তিক লেখা হিসেবে এটিকে 'শূন্য' ছাড়া কিছু দেওয়া যাচ্ছে না!