'যেসব ছেলেমেয়েরা এখন পর্যন্ত বাংলাদেশ ছেড়েছে, তাদের অনেকের সাথেই আপনার ওঠা-বসা ছিল।' 'ওঠা-বসা তো স্যার আপনাদের সাথেও আমার অনেক হয়েছে। এই যে আপনি মাইক্রোবাসে যেমন খুকখুক করে কাশছিলেন, এখন আর কাশছেন না। সুন্দর করে কথা বলছেন। আমার কথা শুনে কালিজিরা আর মধু খেয়েছেন। আল্লাহ আপনাকে শেফা দিয়েছেন। এখন আগামীকাল যদি আপনি বিদেশে চলে যান, তাহলে আমাকে চোখ-হাত বেঁধে এভাবে বসিয়ে রাখা কতটুকু যুক্তিযুক্ত হবে?' আমার কথা জায়গামতো লেগে গেছে। তিনি কালিজিরা মধু খেয়েছেন। ভদ্রলোক বিব্রত হয়ে পড়েছেন, এই পরিস্থিতিতে মানুষ রেগে যায়, এখন তিনি প্রচণ্ড রেগে যাবেন, এবং পরিস্থিতি বেশি খারাপ হলে আমাকে থাপ্পড় বসিয়ে দিতে পারেন। আমি মোটামুটি একটা থাপ্পড় খাওয়ার প্রস্তুতি নিচ্ছি। ঠিক তখন আমার পাশ থেকে একজন বলল, 'বেশি কথা বললে তোর সব দাঁত প্লাস দিয়ে টেনে তুলে ফেলব তারপর সেই দাঁত দিয়ে কুতকুত খেলব। যেটুকু প্রশ্ন করা হয় সেটুকুর উত্তর দে।'
অনেকদিন পর একটা বই শেষ করে প্রশান্তি টাইপ অনুভূতি হচ্ছে। এই বইটা পড়ে একটা আলাদা জনরার কথা জানলাম। Parody জনরা। প্যারোডি- শব্দটা শুনলে মনে হয় মৌলিক কোন কিছুকে নিয়ে mock করা হচ্ছে। ব্যপারটা হয়ত কখনো কখনো হেয়ো করার পর্যায়ে চলে যায়।
বইটির সম্পাদকের ভাষায়, প্যারোডি হচ্ছে পূর্বের সাহিত্যের এক্সটেন্ডেড ভার্সন। মূল লেখায় যে অপূর্ণতা ছিল, প্যারোডিতে তা পূর্ণতা পায়। পৃথিবীর অনেক বিখ্যাত বইয়ের প্যারোডি হয়েছে। জেন অস্টেন এর 'প্রাইড এন্ড প্রেজুডিস' বই এর প্যারোডি 'প্রাইড এন্ড প্রেজুডিস উইথ জম্বিইস' ছিল নিউইয়র্ক টাইমস-এর বেস্ট সেলারের লিস্টে।
গুগল খুঁজে দেখলাম 'লিটারেরি ডিভাইস' নামক ওয়েবসাইট বলছে-- Parody is an imitation of a particular writer, artist, or genre, exaggerating it deliberately to produce a comic effect. The humorous effect in parody is achieved by imitating and over-stressing noticeable features of a famous piece of literature, as in caricatures, where certain peculiarities of a person are highlighted to achieve a humorous effect.
ফ্ল্যাপ থেকে জানলাম, লেখকের প্রথম বই 'সুবোধ'। সেটা ছিল হুমায়ূন আহমেদের 'এবং হিমু'র প্যারোডি। বইটা পড়া হয়নি। দ্বিতীয় বই 'কারাগারে সুবোধ' দিয়েই শুরু করলাম। পড়া শুরু করার আগে খুব ক্ষীণ একটা আশঙ্কা ছিল, হয়ত হুমায়ূন আহমেদ বা হিমু'কে নিয়ে কিছু বাঁকা কথা দেখতে পাবো। আমি হিমু-ফ্যান নই। কিন্তু কাউকে নিজের বিশ্বাসের জায়গায় দাঁড়িয়ে অন্যকে কটাক্ষ করতে দেখলে খারাপ লাগে। বিশ্বাসের খুঁটি কি এতোই ঠুনকো, যে অন্যকে ছোট করে নিজেকে বড় হতে হবে?
আমার আশঙ্কা স্বস্তিতে রূপ নিল যখন বুঝলাম, লেখক হয়ত পুরোপুরি সার্থক প্যারোডি রচনায় সফল হননি। তাঁর লেখায় "imitation of a particular writer" ছিল ঠিকই, কিন্তু "exaggerating it deliberately to produce a comic effect" আমি মোটেও খুঁজে পাইনি। সেজন্যই বইটা ভালো লেগেছে। লেখককে অভিনন্দন ।
লেখক উপন্যাসের আঙ্গিকে লিখেছেন বইটা। সেই বিচারে কিছু নিতান্তই মানবিক তথ্যগত গড়মিল আছে। যেমন আবদুল্লাহ প্রথমে বলছেন, আইশার বাবা-তাঁর হবু শশুর তাঁকে মাসে মাসে যয়তুনের মেসওয়াক উপহার দিচ্ছেন। অথচ আবদুল্লাহর স্মৃতিচারণে দেখা যায়, আইশার বাবা তাঁকে বলছেন 'শাট আপ ইডিয়ট...... এখনি ঘর থেকে বের হও'। পরবর্তীতে কিভাবে তাঁদের সম্পর্ক মেসওয়াক উপহার দেয়া-নেয়ার মত মধুর হল, তার কোন উল্লেখ নেই।
তাতে কি? ধর্মের সহনশীলতার দিকটা আমি এই বইতে পেলাম। সাবলিল লেখায় কোন ধরনের ঔদ্ধত্য নেই। নেই অন্যকে ভুল প্রমানিত করার অস্থিরতা। আছে শুধু মূল চরিত্র আব্দুল্লাহর বিশ্বাসের দৃঢ়তা। ধর্মের ব্যাপারে কোন জোরাজুরি নেই। আব্দুল্লাহর জবানে, 'আমার কাজটুকু করা হয়ে গেছে। আমার কাজ কী? পৌঁছে দেয়া। আমি পৌঁছে দিয়েছি'। এই বই পড়ে সমাজে কিছু 'আবদুল্লাহ (Servant of Allah)' তৈরি হলে মন্দ হয়না। চারপাশে সবকিছু খুব অসহনশীল, খুব অধৈর্য। আরেকটু সহনশীলতা প্রয়োজন। আরেকটু...
'সুবোধ' হুমায়ূন আহমেদের বিখ্যাত উপন্যাস 'এবং হিমু' এর প্যারোডি।এখানে তিনি হিমুকে অবলম্বন করেছেন।একেবারে ভিন্নরুপে। তাকে ভ্রমের দাস বানাননি,বানিয়েছেন আসমান ও জমীনের রব আল্লাহর দাস। যে জীবনের সব জায়গায় আল্লাহর দ্বীনকে গভীরভাবে ধারণ করে। সে কটকটে হলুদ পাঞ্জাবি গায়ে না দিয়ে জোব্বা পরে। গতবছর সুবোধ সিরিজের অন্য বইগুলো পড়েছিলাম এবং সুবোধ আমার অন্যতম প্রিয় চরিত্র হয়ে গিয়েছিল। এই বইয়েও সুবোধ অথবা আব্দুল্লাহ আমাকে অনেক কিছু শিখিয়েছে। অনেক গুরুত্বপূর্ণ আমলের রিমাইন্ডার দিয়েছে আলহামদুলিল্লাহ। সুবোধের কথাবার্তার ধরণ ও খুব মজার! তার রসবোধ আমাকে হাসিয়েছে। পাশাপাশি তার আল্লাহর প্রতি ভালোবাসা আমাকে অনুপ্রেরণা দিয়েছে নিজের জীবনকে আরও ইসলাম অনুযায়ী সাজানোর। এরকম ইসলামিক উপন্যাস পড়লে সময় যেমন সুন্দরভাবে কাটে, তেমনি ইসলামিক অনেক কিছু শেখা যায়। ঈমান ও মজবুত হয়। সুবোধ সিরিজটি পড়বেন। অন্তরে প্রশান্তি অনুভব করবেন ইন শা আল্লাহ।
প্যারোডি উপন্যাস। ভেবেছিলাম কটুক্তি থাকবে, সেরকম কিছু নেই, ভালো ছিলো, লেখক বেশ ভালো ভাবেই পাঠকের মনযোগ ধরে রাখতে সক্ষম হয়েছেন। মোটামুটি এক বসাতেই শেষ হয়েছে বইটা।
শিক্ষণীয় বলতে কিছু ছোট খাটো মেসেজ আছে, তবে সেটা আহামরি কিছু না খুবই বেসিক লেভেল এর।
অনেক টা কপি টাইপের লেগেছে, সেম রকমের ঘটনা, চরিত্র শুধু নাম গুলো বদলে গেছে। যা হোক প্যারোডি উপন্যাস বলে কথা। খারাপ না
Outstandingly clear-eyed. Insightful. Humorous. Some parts just... Made me burst with laughter at inappropriate (very serious and dark) moments. Such a worthy book for today's youth!