রোমাঞ্চকর না হলেও কৌতুহল উদ্দীপক। সাবলীল ভাষা, কিছু মজাদার অংশও ছিলো। যদিও বা কিছু ব্যাপার ঠিক মানানসই লাগেনি, যেমন, স্বপ্নে বিশ্বাস করা আর আত্মা এসে কথা বলার ব্যাপারগুলো চমকপ্রদ হলেও মানানসই লাগছিলো না। বর্তমান সময় সাপেক্ষে লেখা, সুতরাং স্বাভাবিক আমেজ ছিলো গল্পে। খুনী আসলে কে তা আঁচ করতে পারলেও সন্দেহ রেখে যাচ্ছিলো। সুতরাং ধারা-প্রবাহ আমার পছন্দ হয়েছে। নোমিরাকেও শেষ পর্যন্ত না রাখাটা সত্যি বলতে গল্পের মোর পাল্টে দিয়েছে। সত্যিকার অর্থেই "সাইকো" কাহিনী হয়েছে, যদিও বা যথেষ্ট থ্রিলিং ছিলো না।
This entire review has been hidden because of spoilers.