প্রতিটি অসংগতিই একেকটা ভাইরাস। কৃষকের সাজানো সুজলা-সুফলা খামার যেমন ভাইরাসে আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়, তেমনি আমাদের ঈমান-আমলের সবুজ মাঠও অসংগতির করালগ্রাসের মুখে পড়ে বিধ্বস্ত হয়। এসব অসংগতি থেকে জন্ম নেওয়া অন্ধকার কখনো কখনো ঢেকে দেয় জান্নাতে পৌঁছানোর আলোকিত পথ। এসব কারণেই অসংগতির এই ভাইরাসগুলো চিহ্নিত করা অত্যন্ত জরুরি। সমাজের বুকে ছড়িয়ে থাকা এমনই কিছু অসংগতির মলাটবদ্ধ রূপ─অসংগতি।