'Don't judge a book by its cover' এর একটি উদাহরণ। নামকরণ ও প্রচ্ছদ উভয়ই চটুল, কিন্তু বইটি অতোটা নয়৷ সুনীল গঙ্গোপাধ্যায় সংকলিত ২৬ জন লেখকের ২৬টি গল্পের সংকলন, এর মধ্যে শেষ ৪টি অনুবাদ গল্প৷ গল্পগুলোকে 'পরকীয়া' গল্প বলা যায় কিনা, সেটি প্রশ্নবোধক; কারণ সব গল্পই মূলত মানসিক দ্বন্দ্বমূলক, একদমই কামভাবাপন্ন নয়। লেখকগণের তালিকায় বড় বড় কিছু নাম যেমন রয়েছে, যেমন: রবীন্দ্রনাথ, অন্নদাশঙ্কর, সমরেশ মজুমদার, বুদ্ধদেব গুহ, সমরেশ বসু (কালকূট), বিমল মিত্র, সুনীল গঙ্গোপাধ্যায়, সুচিত্রা ভট্টাচার্য, বোকাচ্চিও, হেনরি ফিল্ডিং; তেমনি স্বল্প-পরিচিত(অন্তত আমার কাছে) কিছু লেখক-লেখিকার গল্পও স্থান পেয়েছে। তপন বন্দ্যোপাধ্যায়(ব্যাভিচারিণী), অঞ্জলি চক্রবর্তী(পরকীয়া), নাসরীন জাহান(পরপুরুষ), অচিন্ত্যকুমার সেনগুপ্ত(নুরবানু), সন্তোষ কুমার ঘোষ(করুণ শঙ্খের মতো) ইনাদের গল্প তথা লেখা ভালো লেগেছে। নাসরীন জাহান নাম্নী যিনি, তিনি দেখলাম একজন বাংলাদেশী লেখিকা, এবং উনার লেখার হাত বেশ শক্তিশালী মনে হয়েছে। পরবর্তীতে উনার আরো লেখা পড়ার আগ্রহ রাখছি। বই এর এমনিতে সব গল্পই মোটামুটি ভালো, কিন্তু শেষের অনুবাদগুলি একদম যাচ্ছেতাই ভাবে করা।
টাইম-পাস বই। কোনো কারণে পড়তে শুরু করলে শেষ করতে খারাপ লাগবে না।