কমিক্স genre টার প্রতি আগ্রহ খুব বেশি দিনের না, ফারহানাকে এত এত গ্রাফিক নভেল পড়তে দেখে মনে হল বিষয়টা বেশ ভালই। শুরুটা করলাম ঢাকা কমিক্স দিয়ে, দেশজ সৃষ্টি বলে কথা! তাই ইলাস্ট্রেশান, ক্যামেরা এঙ্গেল কিংবা কাহিনী আন্তর্জাতিক মানের হয়েছে কি না সেটা বলতে পারব না, কিন্তু ওভারঅল এঞ্জয়েবল।
ট্রিলজির সবচে ভালো লেগেছে প্রথম বইটাই। তৃতীয় বইটাতে শেষ ল্ড়াই আরও দীর্ঘায়িত হবে বলে এক্সপেক্টেশান ছিল- কেমন জানি হুট করে শেষ হয়ে গেল। হয়ত লেখকের পরে এই কাহিনী নিয়ে আরও কিছু করার পরিকল্পনা আছে। তবে ফিনিশিং এর অনেক কিছুই ধোয়াশা।
ট্রিলজির খারাপ দিক- বইগুলোতে ক্যারেক্টার ডেভেলপমেন্ট ব্যাপারটা সেভাবে ছিল না। বিশেষ করে আদিবার ক্যারেক্টারটা আরেকটু ওয়েল রিটেন হতে পারত। সবচে' ভাল লেগেছে বিভিন্ন সংস্কৃতির তান্ত্রিকদের ক্যারেক্টারাইজেশান। সব মিলিয়ে হরর জনরার একটি ভাল প্রচেষ্টা।
আগের দুই পর্বে লেখাগুলো গ্রাফিক্সে উপস্থাপনের ধরণের কারণে যে সমস্যা হচ্ছিল আমার, সেটা এই পর্বে পুরোটাই কেটে গেছে ২/৩ পাতা বাদে। ঐ ২/৩ পাতাতে আগের মতই অসংখ্য ঢেউ খেলানো বাবলের মাঝে লেখাগুলো দেয়া হয়েছে। তাই এ পর্বের লেখাগুলো পড়তে চোখের আরাম ছিল।
তবে এই পর্বে এসে গল্পটা কেমন তাড়াহুড়ো করে শেষ করা হয়েছে বলে মনে হল। শেষ লড়াই কিভাবে কি করল সেটাও বুঝতে পারিনি। ২য় পর্বের মত তাই মজাও পাইনি। এই পর্বের গল্পটা আরো ভাল, আরো টানটান হতে পারত।
কমিক্সে চরিত্র নির্মান একটা বড় বিষয়। কিন্তু এখানে কোনো চরিত্রকেই মনে রাখবার মত করে লেখা হয়নি।
সিরিজের শুরুটা বেশ পছন্দ হয়েছিল। রুদ্ধশ্বাস এক গল্পের স্বাদ পাচ্ছিলাম। গল্পও বেশ চমকপ্রদ ছিল। যেটা দ্বিতীয় আর এই শেষ পর্বে কেমন জানি টিপিক্যাল একটা গল্পে পরিনত হলো। আমি ভিন্ন কিছুর অপেক্ষায় ছিলাম। আর্টওয়ার্ক শেষ পর্যন্ত অসাধারণ থাকলেও গল্প কেমন জানি পছন্দ হলো না। একপ্রকার আশাহতই বলা যায়
আমি বলবো, পুরো গল্পটা বেশ সলিডভাবেই শেষ হয়েছে। চান্সে ক্রিয়েটররা একটা সুপারহিরো অরিজিন স্টোরিও চালিয়ে দিয়েছে গল্পে। ভালো লেগেছে সব মিলিয়ে। আমি কমিক্সের ফ্যান হলেও কোন কারণে ঢাকা কমিক্সের কাজ প্রায় পড়া হয়নি বললেই চলে। এখন থেকে হবে, এটুক আমি নিশ্চিত।
টিপিকাল হরর কাহিনীর সমাপ্তি যেভাবে হয় আরকি,তবে আর্ট চোখ কেড়েছে,স্পেশালি একটা এক পাতা জুড়ে পিশাচরাজের ড্রয়িং আছে,এরকম কিছু আগে বাংলা কমিক্সে দেখি নাই।শেষে কনসেপ্ট আর্টগুলোও দারুণ লাগল।
প্রিয় সিরিজ যদি ৩ ভলিউমেই শেষ হয়ে যায় কষ্টই লাগে। শেষটা ভালোই করেছে আর আর্টওয়ার্কস এর কথা আর কী বলতে। দারুউউন। এই ধরনের আরো কিছু কমিক্স এর আশায় আছি।