প্রাইভেট ইনভেস্টিগেটর সাগর বসু। হঠাৎ তার হাতে এসে পড়ল অদ্ভুত একটি কেস। সাগরের বন্ধু বহুজাতিক সংস্থার কর্ণধার সুগত চৌধুরীকে ফোনে কেউ প্রাণনাশের হুমকি দিয়ে চলেছে।... কী এর কারণ?... সাগরের পরামর্শে সুগত তার বিবাহবার্ষিকীর ১০ বছর উপলক্ষে একটি গেট-টুগেদারের আয়োজন করে। আমন্ত্রিত অফিসের সব কলিগ। হঠাৎ পরপর দুটি গুলির শব্দ! বাংলোর পেছনে পাম্প হাউসের পাশে পড়ে আছে সুগতর রক্তাক্ত শরীর।... পকেট থেকে পাওয়া গেল একটি চিরকুট।... কেউ তাকে ডেকেছিল ওখানে যাওয়ার জন্য। কে সে? তনু?...টানটান থ্রিলার।