চূড়ান্ত গতানুগতিক একটা বই। সেই একই ধরনের গল্পকে ঘুড়িয়ে ফিরিয়ে লেখা। একজন স্বাধীনচেতা নারী, ছেলেদের প্রতি বিরক্ত.."সব ছেলেরাই সমান"।তারপর প্রকৃত ভালোবাসা প্রাপ্তি, তারপর গল্পের ভিলেনের আবির্ভাব, ভিলেন নায়িকাকে বিপদে ফেলল।নায়ক এল বাঁচাতে, নায়িকাকে বাঁচিয়ে হিরোর সম্মান।তারপর Happy ending..😐
আরেকটা বাজে লেখা। আজ পরপর দুটো বাজে লেখা পড়লাম। এর অবশ্য ভালো আর খারাপ দু'টো দিকই আছে। খারাপ- ছুটির দিনটা নষ্ট হলো ভাল- পয়লা বৈশাখের আগে এইসব হাবিজাবি গল্পের স্টক ক্লিয়ার হয়ে যাচ্ছে। নতুন বইগুলোর জন্য কিছুটা জায়গা পাওয়া গেল।