পাথরের চোখ—সেখান থেকে ঠিকরে বেরোয় আলো---জ্বলজ্বল করে ওঠে ম্যানুয়েল ডিসুজার লোভ—করে ফেলেন অপরাধ—আর তার পরিণতি? তা হয়ে ওঠে কল্পনাতীত জন্ম জন্মান্তরের।
শিশির বিশ্বাসের বিজ্ঞান ও গানিতিক যুক্তির মিশ্রণ এবং কল্পনা ও অলৌকিক ঘটনাবলীতে যোগ করা বহু নতুন উপকরণ করে তুলেছে অসম্ভবকে সম্ভব। শিশু-কিশোরদের হরর্ জনারের সাথে পরিচয় করাতে ও তাদের কল্পনাকে শান দিতে সিতাংশু ভট্টাচার্যের রেখাঙ্কিত এই বই এককথায় উপযুক্ত।
নানা পত্রপত্রিকায় প্রকাশিত এবং এযাবৎ হেথায়-হোথায় ছড়িয়ে থাকা ন'টি অলৌকিক ভাব তথা ব্যাখ্যাতীত রোমাঞ্চ উদ্রেককারী গল্প স্থান পেয়েছে শিশু সাহিত্য সংসদ থেকে প্রকাশিত এই সুমুদ্রিত সংকলনে। যে-সব গল্প এতে আছে তারা হল: ১. পাথরের চোখ ২. পুরোনো সিডি ৩. অলৌকিক ৪. ওয়েটিং রুমে আগন্তুক ৫. আঁধারমারির আতঙ্ক ৬. রাজাসরাসের শিকার ৭. রুদ্রদেবের রহস্যময় আংটি ৮. দীনবন্ধু আর বাদার জঙ্গলে যায় না ৯. ভূতের চর এই গল্পগুলো আজ থেকে বছর ত্রিশেক আগে ছোটোদের যে খুবই ভালো লাগত, সে আমি নিজেই এদের মধ্যে কয়েকটিকে পড়ার সুবাদে জানি। তবে এখন... তিন তারার বেশি দেওয়া গেল না।
এইসব ‘দন’ পড়তে শিশু সাহিত্য সংসদের লোগো দেখে বই কিনি? লেখক বোধ করি প্রকৌশলী। তার সুবাদে উপকরণে কিছু নতুনত্ব এনেছেন। তা বাদে গল্পের বুননটা একদমই ক্লিশেই।