প্রভাতকুমার মুখোপাধ্যায় যে এতো চমৎকার চমৎকার গল্প লিখে গিয়েচেন তা কে জানতো হে! আহা! মনে অনেক শান্তি পেয়েছি। রবীঠাকুরের পোস্টমাস্টার পইড়া যতটা আমোদ পাইছি তার অনেক দ্বিগুণ আমোদ পাইলাম প্রভাতকুমারের পোস্টমাস্টার পড়ে....আর তাছাড়া দেবী,রসময়ীর রসিকতা,বাজিকর,বলবান জামাতা,অদ্বৈতবাদ এগুলো তো প্রশংসার ঊর্ধ্বে।