যেন তেন একটা গল্প লিখে দিলেই ছোটদের গল্প হয়ে যায় না। গল্পে ভূত-পেত্মী-দৈত্য-দানো আমদানী করলেই রূপকথা হয় না। প্রচলিত গল্পকে খৎনা করে ইসলামীকরণ করার সময় লেখকের খেয়াল রাখা উচিত ছিল তাতে 'শির্ক', 'বিদাহ্', 'কুফর্', 'জ্বিনাহ্' ইত্যাদি মারাত্মক গোনাহের ব্যাপার-স্যাপার ঢুকে কোমলমতি পাঠকদের গোমরাহীর পথে নিয়ে যাচ্ছে কিনা।