সমাজসেবী ও শিক্ষাব্রতী অবলা বসু যে ভ্রমণকাহিনি লিখেছিলেন তা প্রায় অজ্ঞাত একটি বিষয় হয়েই ছিল বহুকাল। আচার্য জগদীশচন্দ্র বসুর স্ত্রী হিসেবে তাঁর সঙ্গে দেশ-বিদেশের বহু জায়গায় ভ্রমণ করেছিলেন অবলা। তাঁর জীবদ্দশায় পত্র-পত্রিকায় কিছু লেখা প্রকাশিত হয়েছিল কিন্তু তারপর তা চলে যায় আড়ালে। অবলা বসুর লেখা সেই সমস্ত ভ্রমণকাহিনি সংকলিত হয়েছে একমাত্র এই বইটিতেই ।