সাইকেলে ভ্রমণের একটি সার্বিক চালচিত্র ফুটে উঠেছে ‘ভ্রমণের নেশা’ বইটিতে। দু’মলাটের মাঝে চার-চারটি সাইকলে ভ্রমণের বৃত্তান্ত। কলকাতা থেকে কাশী (১৯২৬), পুরী (১৯২৭), দার্জিলিং (১৯২৮) এবং কাশ্মীর (১৯২৯)। কালের মলিনতা গ্রাস করতে পারেনি এই লেখাকে,তা চিরউজ্জ্বল হয়ে থাকবে বাংলা ভ্রমণ সাহিত্যে ।