সারা পৃথিবীতে তিনিই প্রথম যিনি হিমালয়ের পশ্চিম থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত ট্রেক করেছেন। ১৯৭৬ সালে । চার মাস ধরে লাদাখ থেকে অরুণাচল হেঁটে ঘুরেছেন চার হাজার কিলোমিটার । বিদ্যুৎ কুমার সরকারের ট্রান্স হিমালয় ট্রেকিং তাই আজও পর্বতারোহীদের কাছে এক অনন্য দৃষ্টান্ত । সেই বিস্ময়কর অভিযানের বয়ানলিপি একইসঙ্গে বাংলা ও ইংরেজি ভাষায় সংকলিত হয়েছে এই বইয়ে ।