#০৩৫ বদলে যান এখনই তারিক হক সংক্ষেপে : আপনার ওজন ৯০ কিলো। আপনি চাচ্ছেন আপনা হালকা হতে। কিন্তু পারছেন না? এর কারণ আপনার নির্দিষ্ট লক্ষ্য নেই, আপনার জাস্ট একটা আশা 'ইশ, যদি ওজন কমত!'। এই যদি হয় আপনার মনোভাব আপনি কখনো পারবেন না। আপনাকে সুনির্দিষ্ট লক্ষ্য (৮০ কিলো) নির্ধারণ করতে হবে,লক্ষ্য অর্জনের জন্য সময় বাঁধতে হবে (হয়তো ২ মাস) আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এখনই কাজ শুরু করতে হবে। এমনই বেশকিছু ঘটনা,কেন আমরা পারছি না আর কি করলে সফল হওয়ার সম্ভবনা বাড়বে তা নিয়েই লেখা তারিক হকের এই বইটি।কিভাবে আপনি আপনার লক্ষ্য নির্ধারণ করবেন,কেন বেশিরভাগ মানুষ ব্যর্থ হন,সফল মানুষের কমন বৈশিষ্ট্যসসমূহ,সফল আর ব্যর্থদের পার্থক্য আর সফলদের বৈশিষ্ট্যগগুলো আয়ত্ব করার পদ্ধতিগুলোই বইটির মূল আলোচ্য বিষয়। পাঠ প্রতিক্রিয়া : সত্যি বলতে মোটিভেশনাল বইয়ে যেসব কথা লেখা থাকে তার বেশিরভাগই আমাদের জানা। তবুও আমরা মোটিভেশনাল বই পড়ি কারন আমাদের জানা কথাগুলোই লেখক যখন কোনো ঘটনায় প্রয়োগ করে দেখান তখন আমাদের ভিতরে নাড়া দেয়। আমরা আবার আমাদের কাজে নতুন উদ্যমে ফিরতে পারি। তো বইটি তেমনই একটা বই। জার্মানপ্রবাসী হয়েও নিজ দেশের মানুষের জন্য বাংলা ভাষায় লেখক যে বইটা লিখেছেন তা অবশ্যই প্রশংসার দাবিদার। আপনি যখন বইটার প্রতিটা চ্যাপ্টার পড়বেন তখন অবশ্যই আপনার মনে হবে 'তাইতো,আমারও এটা করা উচিত।আমিও এটা করব'। অর্থাৎ বলতে চাচ্ছি প্রতিটা চ্যাপ্টারই আপনাকে কিছু না কিছু শেখাবে। লেখক তার স্ট্রাটেজি তাঁর বইয়ের নাম আর প্রচ্ছদের মাধ্যমেই দিয়েছেন।' বদলে যান এখনই' নামের 'এখনই' অংশটাই ইঙ্গিত করে লেখক শুধু লেখার জন্যই বইটা লেখেননি, তিনি চান আমরা বইটা পড়ে কাজ শুরু করি আর নিজে বদলে বদলাই সমাজ,দেশ আর পৃথিবীকে।আবার প্রচ্ছদের মুখমন্ডলের দুইপাশের দুই রংও (অনুজ্জ্বল আর উজ্ঝ্বল) খুবই ইঙ্গিতবহ। দু-একটা ব্যাপার যেমন একই কথা বারবার বলা,কিছু অলৌকিক ঘটনাকে উদাহরণ হিসেবে ব্যবহার করা আর প্রতিটা চ্যাপ্টারের শেষে জোকস বলার ব্যাপারগুলো একটু দৃষ্টিকটুও লেগেছে। কিন্তু দিনশেষে বাঙ্গালিরা উপদেশ মানতে নয় উপদেশ দিতে ভালবাসে লেখকের এটা জানা থাকায় লেখক কেন বিদেশে থেকেও মোটিভেশনাল বই লিখেছেন তার ব্যাখ্যা দিয়েছেন। লেখক তাঁর তাগিদ থেকে বইটা লিখেছেন,আপনি আপনার তাগিদ থেকে বইটা পড়তেও পারেন নাও পারেন,মানতেও পারেন নাও মানতে পারেন তবে নিরুত্তাপ, স্থবির আর ব্যর্থ জীবনের অধিকারী আমরা চাইলেই বইটা পড়ে যদি ২-১ টা অভ্যাসও বদলাতে পারি তবে জীবনও দেখা দেবে নতুনরূপে এ কথা বলাই বাহূল্য।