রথম কথা, দেখ ভাই বই বেরোচ্ছে বলে রোজ গিয়ে নিজেকে দেখিয়ে বই বিক্রি করতে পারব না। যারা আমার লেখা ভালোবেসে বই কিনবে তারা আমি গেলেও কিনবে, না গেলেও কিনবে।
আর দ্বিতীয় কথা আমি মাত্র একদিন যাবো, আমার বই বেরোচ্ছে বলে নয়, অনেক দাদাই ও দিদিয়া বন্ধু বান্ধবীরা যাবে, তাদের সাথে দেখা করতে যাবো। আর সত্যি বলতে আজ পর্যন্ত কখনও আমি বইমেলায় যাইনি তাই একবার অন্তত যাওয়ার ইচ্ছে রইল।
দ্রাঘিমা ও প্রত্নবালিকা বইমেলায় পাওয়া যাবে এক তারিখ থেকে..টেবিল নাম্বার পরে জানাচ্ছি
She is a versatile writer. Her quotations are pasted all around. She is outspoken and has no inhibitions like her contemporary poets. The preface by famous poet and novelist Malay Roychoudhury speaks a lot about this young lady.