কিছু মানুষ তাদের ভ্রান্ত চিন্তা-চেতনাগুলো সাহিত্যের মোড়কে বাজারজাত করে। ইচ্ছায় কিংবা অনিচ্ছায় সমাজের একটা শ্রেণি ওদের লেখনীর দ্বারা প্রভাবিত হয়, ধীরে ধীরে পা বাড়ায় ভ্রান্তির জগতে। ভ্রান্তির জগৎ কালো অন্ধকারে ঢাকা। মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার মতো আলো সেখানে নেই। ওই জগৎটা মানুষকে অমানুষ করে দেয়। নামিয়ে দেয় পশুদের চেয়েও নিকৃষ্ট স্তরে। আর যাতে কেউ ওদিকে পা না বাড়ায়, সে প্রত্যাশায় রচিত এই বই।
ইসলামের ব্যাপারে বিভিন্ন সময়ে তোলা বেশ কিছু অভিযোগ- যার মধ্যে নারীকেন্দ্রিক টপিকগুলো বেশ জনপ্রিয়(!) এবং যেগুলোকে উপজীব্য করে এককালের তথাকথিত বুদ্ধিজীবী হুমায়ুন আজাদ 'নারী' নামে বই লিখেছিলেন, সেইগুলোর খুব চমৎকার, লজিক্যাল এবং উপযুক্ত জবাব দিয়ে লেখা এই বই। এক কথায় অসাধারণ। অনেক বিভ্রান্তি এবং ভুল ধারণার অবসানে এই বইটি সহায়ক হতে পারে।