Jump to ratings and reviews
Rate this book

দারোগার দপ্তর ১ম খণ্ড

Rate this book
A collection of 100 detective stories by Priyonath Mukhopadhyay

712 pages, Hardcover

First published November 20, 2021

34 people are currently reading
306 people want to read

About the author

Priyonath Mukhopadhyay

8 books4 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
24 (66%)
4 stars
5 (13%)
3 stars
6 (16%)
2 stars
0 (0%)
1 star
1 (2%)
Displaying 1 - 7 of 7 reviews
Profile Image for Dev D..
171 reviews26 followers
June 27, 2021
ঊনবিংশ শতকের সত্যিকারের ক্রাইম কাহিনী পড়ার সুযোগ হয়েছিল সেকালের দারোগা কাহিনী, বাঁকাউল্লার দপ্তর কিংবা মিঁয়াজান দারোগার একরারনামা বইগুলোর মাধ্যমে। সেসময়ের পুলিশ কিংবা আইন ব্যবস্থা তথা সামাজিক দলিল বলা যায় এর প্রত্যেকটিকেই। দারোগার দপ্তর নামে একই ধাঁচের আরেকটি সাহিত্যকর্মের যে অস্তিত্ব আছে তাই জানতাম না দীর্ঘদিন। জানলাম কৌশিক মজুমদারের উপন্যাস সূর্যতামসী থেকে। সেই গোয়েন্দা উপন্যাসে বাস্তবের সরকারী গোয়েন্দা প্রিয়নাথ মুখোপাধ্যায় ছিলেন অন্যতম প্রধান একটি চরিত্র। তাই দারোগার দপ্তর বইটির সন্ধান পাওয়া মাত্র সংগ্রহ করতে এবং পড়তে তর সইছিল না।

দারোগার দপ্তর অবশ্য পূর্বোল্লিখিত বইগুলোর মতো একেবারে নিখাদ ননফিকশন নয়, যদিও এর অধিকাংশ কাহিনীই বাস্তব। ১৮৫৫ সালে চুয়াডাঙ্গায় জন্মগ্রহণ করা প্রিয়নাথ মুখোপাধ্যায় দীর্ঘদিন পুলিশ বিভাগে কাজ করেছেন। ডিটেকটিভ পুলিশ হিসেবে তার কর্মকালীন বিভিন্ন অপরাধের সূত্রানুসন্ধান নিয়েই মূলত তিনি দারোগার দপ্তর নামে একটি মাসিক পত্রিকা বের করেন জ্যৈষ্ঠ,১২৯৯ সাল হতে। তবে এতে নিজের অনুসন্ধান করা অপরাধ কাহিনী ছাড়াও অন্যদের কাছে শোনা অপরাধ অনুসন্ধান ও বিদেশী কাহিনী অবলম্বনে লেখা গল্পও সময়ে সময়ে তিনি লিখতেন। এই কারণে এই লেখাগুলোর সবগুলোকে ননফিকশন বলা যায় না। তবে পাঠক যখন সব লেখাকেই সত্যি ভাবা শুরু করেছিল তখন একটি সংখ্যায় প্রিয়নাথ ব্যাপারটি খোলাসা করার জন্য লিখেছিলেন যে এখন থেকে তার নিজের অভিজ্ঞতালব্ধ কাহিনীগুলো তিনি কেবল উত্তম পুরুষে এবং অন্য কাহিনীগুলো সাধারণভাবে লিখবেন। এই খন্ডে সংকলিত অধিকাংশ কাহিনীই উত্তম পুরুষে লেখা তাই তার কথার সূত্রানুসারে বলা যায় এর অধিকাংশই সত্য। তবে গোপনীয়তার স্বার্থে মূল নাম, ধাম কাহিনীগুলোতে পরিবর্তন করেই লেখা হয়েছিল।

শোনা যায় প্রিয়নাথ মোট ২০৬টি দারোগার দপ্তর লিখেছিলেন। অবশ্য ২০৬টি দপ্তর মানে কিন্তু ২০৬ টি রহস্যকাহিনী নয়। কিছু কাহিনী একাধিক সংখ্যায়ও শেষ হয়েছে। এই খন্ডে মোট ৪৮টি কাহিনী সংকলিত হলেও মোট দপ্তর বা সংখ্যা ছিল ৫০ টি। দুটি কাহিনী একাধিক দপ্তরে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। কাহিনীগুলো বিভিন্ন অপরাধের অনুসন্ধান নিয়ে হলেও মূলত চুরি, হত্যা, প্রতারণা ও ডাকাতি সংক্রান্ত অপরাধের কাহিনীর সংখ্যাই বেশি। কাহিনীগুলোর অধিকাংশের সূত্রপাত শহর কলকাতা হলেও তদন্তের স্বার্থে প্রিয়নাথকে যেতে হয়েছে শহরতলী, নিকট বা দূরের পল্লীগ্রামে, ভিন্ন প্রদেশেও। তখন রেল যোগাযোগ ছিল, টেলিগ্রাফও ছিল তবে টেলিফোন যোগাযোগ ব্যবস্থা ছিল প্রাথমিক পর্যায়ে। বৈদ্যুতিক বাতি ছিল বলেও মনে হয় না, বাস বা মোটরযান তো ছিলই না। খোদ কলকাতায় গরুর গাড়ি চলতো, ঘোড়ার গাড়িই ছিল শহরে চলার মূখ্য বাহন। পুলিস কর্মকর্তা হলেও আলাদা গাড়ির কোন সুবিধা তখন অন্তত প্রিয়নাথ মুখোপাধ্যায়ের মতো নিম্নপদস্থ পুলিশ কর্মকর্তার ছিল না। প্রযুক্তির সুবিধা না থাকায় তখন অপরাধ বা অপরাধী সনাক্ত করা যে দূরুহ এবং সময়সাপেক্ষ ছিল তা কাহিনীগুলো পড়লে বেশ বোঝা যায়। তদন্তের স্বার্থে প্রিয়নাথকে বিভিন্ন দূরবর্তী স্থানে যেতে হয়েছে। পথের এবং বাহনের বর্ণনা থেকেই বোঝা যায় তা কি পরিমাণ কষ্টসাধ্য ছিল। তাছাড়া তখন বাঙালিদের প্রতি বৃটিশ শাসকদের মনোভাব, সেসময়ের সামাজিক অবস্থা প্রিয়নাথের কাহিনীগুলোতে বারবার বিভিন্নভাবে চলে এসেছে। সে হিসেবে এই লেখাগুলো তখনকার ঐতিহাসিক এবং সামাজিক দলিল।

প্রিয়নাথ ছিলেন সাদা পোশাকের গোয়েন্দা তাই ধরাবাঁধা রুটিন কাজ তার ছিল না। তবে নিজের পরিবার সম্পর্কে তিনি কিছুই এই দপ্তরগুলোতে না লিখলেও ছুটিছাটা পাওয়া যে তার পক্ষে বেশ কষ্টসাধ্য ছিল তা বেশ বোঝা যায়। তার লেখার ভাষা সহজ ও সাবলীল। ঘটনাগুলোর বর্ণনাও তিনি যেভাবে করেছেন তা থেকে ঘটনাগুলো বেশ বোঝা যায় যদিও তা পাঠককে বিরক্ত করে না। সেদিক দিয়ে বলতে গেলে সাহিত্যমানের দিক থেকেও লেখাগুলো উঁচু মানের। প্রিয়নাথের ভাষারীতি সাধু ভাষায় হলেও দুর্বোধ্য নয় মোটেও এবং দু’চারটে শব্দ ছাড়া প্রায় সব শব্দই বর্তমানেও সমানভাবে প্রচলিত। যদিও বানানরীতি অনেকক্ষেত্রে বর্তমানের সাথে মেলে না তবে তাতে লেখা পড়তে কোন সমস্যা হবার কথা না। তবে মুদ্রাস্ফীতির কারণে সে সময়ের অর্থমূল্যের বর্তমান সমমান মূল্য কতো হতে পারে তা এখন ঠিক বোঝা সম্ভব না। তখনকার পাঁচ টাকা বর্তমানে কতো হতে পারে বা দুই সহস্র মুদ্রা আসলে কতো টাকা সেই ভাবনায় বারবার পড়েছি। সাহসীকতার জন্য প্রিয়নাথ বেশ কয়েকবারই পুরস্কার পেয়েছেন। তার সফল রহস্য অনুসন্ধানের সংবাদ সেকালের ইংলিশম্যান বা সমাচারচন্দ্রিকার মতো পত্রিকাগুলোয় বিস্তারিতভাবেই ছাপা হয়েছে একাধিকবার। সেসব সংবাদ ও সংবাদসূত্রগুলোও দারোগার দপ্তরে সংযোজিত আছে। সবমিলিয়ে দারোগার দপ্তর এর প্রথম খন্ড আমার কাছে প্রত্যাশার চেয়েও বেশি কিছু ছিল। গোয়েন্দা কাহিনী যারা ভালোবাসেন তাদের কাছে এই বই ভালো লাগবে আশা করি আর যারা সেই সময়ের সামাজিক ইতিহাস নিয়ে আগ্রহী এই বই তাদের জানার পক্ষে, ভাবনার পক্ষে বিরাট এক উৎস হতে পারে।
Profile Image for Tanzima Rahman.
94 reviews2 followers
November 23, 2021
দারোগার দপ্তর
প্রিয়নাথ মুখোপাধ্যায়

আজ থেকে প্রায় ১৩০ বছর আগে , ব্যোমকেশ, সত্যান্বেষী, ফেলুদা, কিরিটীরও আগে প্রকাশিত হয় বাংলার প্রথম ক্রাইম ম্যাগাজিন। যে সময় শার্লোক হোমস প্রথম সবার সামনে আসে, সেই সমমায়িক সময়ে এই বাংলায় সৃষ্টি হয় ইতিহাস। ক্রাইমসাহিত্য। পার্থক্য এই – শার্লক থেকে ফেলুদা সবাই কল্পনার নায়ক আর প্রিয়নাথ হলেন রক্ত মাংসের ডিটেকটিভ।

প্রিয়নাথ মুখোপাধ্যায় কলকাতা পুলিশের সিআইডি হিসেবে কাজ করেন ৩৩ বছর। তার ৩৩ বছরের গোয়েন্দা অভিজ্ঞতা নিয়ে তিনি ১৮৮৯ সালে প্রকাশ করেন বাংলার প্রথম ক্রাইম ম্যাগাজিন দারোগার দপ্তর। দারোগার দপ্তর সাধু ভাষায় লেখা হলেও বইটির প্রতি কোন বিরক্তি আসবে না। এক বসায় শেষ করার মত বই। বাস্তব জীবনে ঘটে যাওয়া ক্রাইম আর সব ক্রাইম স্টোরিকেও হার মানাবে নিশ্চিত। বিশেষ করে ত্রৈলোক্য !! ত্রৈলোক্যর কাহিনী আমার জানামতে পৃথিবীর প্রথম মহিলা সিরিয়াল কিলারের সত্য কাহিনী।

সে যা-ই হোক। বাংলা সাহিত্যের কোন গলিতে যে কী অমূল্য রত্ন রয়েছে, সেসব ভেবেই অবাক হচ্ছি।
পার্সোণাল রেটিং ৪.৫/৫
Profile Image for Fardeen Bin Abdullah.
Author 3 books2 followers
December 30, 2020
বাংলার প্রথম গোয়েন্দা গল্প দারোগার দপ্তর। সেই সময়ের লোমহর্ষক এবং বুদ্ধিদীপ্ত অপরাধ সমূহ ও তা কি চরম মেধাশ্রমে ও সুচারুভাবে সমাধান করেছেন প্রিয়নাথ তারই চমৎকার বর্ণনা রয়েছে বইটিতে।
Profile Image for Subrata Pal.
112 reviews5 followers
wtr-detective-stories
December 16, 2023
সূচিপত্র

যমালয়ের ফেরতা মানুষ

অদ্ভুত-হত্যা

চোরের গাড়ি চড়া

কৃত্রিম-মুদ্রা

কুলসম

আসমানী লাস (ভয়ানক লোমহর্ষণকর অদ্ভুত ঘটনা!!)

চোরের উপর!! (অতি অদ্ভূত অনুসন্ধান কাহিনী।)

শঠে শঠে (কুটিল কৌশলের চূড়ান্ত দৃ��্টান্ত।)

মার ধন চুরি (ধনী-পুত্রের প্রেমের দায়!)

হত্যারহস্য (খুনীকে গুম করিবার চেষ্টা)

কাটামুণ্ড (বেওয়ারিস মালের অনুসন্ধান!)

বামুন ঠাকুর (বিদ্যার অভাবে অবিদ্যার প্রভাব)

এ কি! খুন !! (ছোরাবিদ্ধ স্ত্রীর সহিত ধৃত স্বামীর আশ্চর্য্য রহস্য)

বিষম সমস্যা (হৃত সর্বস্বা বারাঙ্গনার মৃতদেহের অদ্ভূত রহস্য!)

বলিহারি বুদ্ধি! (কোন গুপ্তহত্যার গূঢ় রহস্যভেদ ও চোরের স্ত্রীর অদ্ভুত প্রত্যুৎপন্নমতিত্ব)

আবীর-জান (কামিনীর কুটিলচক্র ভেদ)

গিরিজাসুন্দরী (রাজধানীর রাজবর্ত্মে রমণী হত্যা)

প্রমদা (কুলবধূ ব্যভিচারে ঘটায় প্রমাদ!)

বাঃ গ্রন্থকার! (অর্থাৎ পুস্তক-প্রণেতার অদ্ভুত জুয়াচুরি রহস্য!)

যেমন তেমনি (অর্থাৎ, চতুর পালিত পুত্রের বিদ্যা প্রকাশ!!)

নিরুদ্দেশ ভাই (অর্থাৎ উত্তরাধিকারী পুত্রের বিষয় প্রাপ্তির আশ্চর্য রহস্য?)

অর্থই অনর্থ (অর্থাৎ অর্থলাভে বিশ্বস্ত বন্ধুর সর্ব্বনাশ!)

চতুর চোর (অর্থাৎ প্রচুর পাহারার ভিতরেও চুরি করার রহস্য!)

ইংরেজ ডাকাত (১) (হিলি ও ওয়ার্ণার নামক দুইজন দস্যুর অদ্ভুত বৃত্তান্ত)

ইংরেজ ডাকাত (২) (হিলি ও ওয়ার্ণার নামক দুইজন দস্যুর অদ্ভুত বৃত্তান্ত)

ডাক চোর (পোস্ট-আফিসের ডাকপত্র ও মণি-অর্ডারাদি হরণ-রহস্য)

সিঁদেল চোর (একটি প্রসিদ্ধ মুসলমান চোরের জীবন কাহিনী)

মুন্ডুচুরি (অর্থাৎ একটি মস্তকহীন মনুষ্যের আশ্চর্য্য রহস্য।)

এ আবার কি! (অর্থাৎ আত্মহত্যা না খুন?)

কাপ্তেন মতি (অর্থাৎ নোট জালকারীর অদ্ভুত রহস্য)

স্ত্রী কি পুরুষ? (অর্থাৎ স্ত্রী ও পুরুষ চিহ্নবিশিষ্ট লাসের টুরার ভয়ানক আশ্চর্য্য রহস্য!)

ঘটনা-চক্র (অর্থাৎ দ্বীপান্তরিত কয়েদীর অদ্ভুত আত্মত্যাগ কাহিনী)

বালক চুরি (বালক চুরির ও ভয়ানক হত্যাকাণ্ডের অত্যদ্ভুত রহস্য!)

চোরের বুদ্ধি (অর্থাৎ চরিত্রহীনের তীক্ষ্ণবুদ্ধির দৃষ্টান্ত রহস্য!)

নীলে কয়লা (অর্থাৎ জুয়াচোরের অদ্ভুত সাহস!)

পিতৃ- শ্রাদ্ধ ("কার শ্রাদ্ধ কেবা করে, খোলা কেটে বামন মরে!")

এ কি পিতৃ-হত্যা? (অর্থাৎ পিতৃ-হত্যাপরাধে অভিযুক্ত পুত্রের অদ্ভুত রহস্য!)

বেকুব বৈজ্ঞানিক (অর্থাৎ বৈজ্ঞানিকের চক্ষুতে অজ্ঞলোকের ধূলিনিক্ষেপের অদ্ভুত রহস্য!)

পুলিস-বুদ্ধি (অর্থাৎ সামান্য পুলিস কর্মচারীর বুদ্ধিবলে সেসন জজের রায় পরিবর্তনের আশ্চর্য রহস্য!)

চক্রভেদ (অর্থাৎ কুটিল চক্রীদিগের মন্ত্রভেদে অসমর্থ হইলেও ঘটনাচক্রে সমস্ত প্রকাশের রহস্য!)

পথে খুন! (১) (অর্থাৎ রাজবর্ত্মে গাড়ির ভিতর হত্যা ও তৎ হত্যাকারী ধৃত করিবার অদ্ভুত কৌশল!)

পথে খুন! (শেষ অংশ) (অর্থাৎ রাজবর্ত্মে গাড়ির ভিতর হত্যা ও তৎ হত্যাকারী ধৃত করিবার অদ্ভুত কৌশল!)

জুয়াচুরি (অর্থাৎ জুয়াচোরদিগের অত্যাশ্চর্য্য অভেদ্য কতিপয় কার্য্য-কৌশল!)

পালোয়ানী চুরি (অথবা যেমন চোর, তেমনই পুলিশ!)

হিন্দু রমণী (অর্থাৎ আমাদের প্রত্যক্ষীভূত একটি সতীর আশ্চর্য্য স্বামীভক্তি!)

রেলে যম (তার্থাৎ রেলওয়ে যাত্রীর মহাদুর্ঘটনার একটি লোমহর্ষণকর দৃষ্টান্ত!)

ডাকাত সর্দার (অর্থাৎ প্রসিদ্ধ দস্যু দলপতি কৃষ্ণচন্দ্র চৌধুরীর বীভৎস কাহিনী)

কি ভয়ানক। (অর্থাৎ সিঁদ-চুরি মোকদ্দমার অনুসন্ধানে অদ্ভুত ভয়াবহ রহস্য প্রকাশ)

চোর চৌঘুড়িতে [অর্থাৎ ভদ্র (!) চোরের সাহসকে বলিহারি!]

কৃপণের দণ্ড (অর্থাৎ অর্থের নিমিত্ত কৃপণের যে কিরূপ পরিণাম হয় তাহার অদ্ভুত দৃষ্টান্ত!)
Profile Image for DR.ABHISEK MONDAL.
60 reviews1 follower
May 5, 2021
True story of indian subcontinent pre british era..quite simple but ok to read
Profile Image for Purba Basak.
103 reviews14 followers
August 20, 2023
একটু হোঁচট খেতে খেতে পড়তে হবে কিন্তু খুব খারাপ লাগবে না।
Profile Image for Md Nahid.
17 reviews
January 31, 2024
লোমহর্ষক সব ঘটনায় ভরপুর বইটি অনেক ভালো লাগলো।
Displaying 1 - 7 of 7 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.