মিথ্যা হলো অন্ধকার। কল্পিত মিথ্যা রূপকথা পড়ে কোমলমতি শিশুদের মন মিথ্যাপ্রিয় হয়ে ওঠে; মিথ্যার প্রতি সহনশীল হয়ে পড়ে অবচেতনভাবে। আগামী প্রজন্মকে মিথ্যার কালো ছায়া থেকে বাঁচাতে আমাদের এই প্রয়াস। আমাদের বইয়ের প্রতিটি গল্প যেমন সত্য, তেমনি রূপকথার চেয়েও রোমাঞ্চকর। মানব-ইতিহাসে বাস্তবে সংঘটিত ঘটনা থেকে বিশুদ্ধ সূত্রে সংগৃহীত। ভাষাসাহিত্যের চর্চা আর নৈতিক চরিত্র গঠনের সমন্বিত পদক্ষেপ। সত্যের ভুবনে আপনাকে ও আপনার সন্তানদের স্বাগতম।