ছোট গল্পের দুইটি সংকলনঃ নিহত নক্ষত্র এবং দোলো আমার কনকচাঁপা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জীবন থেকে নেয়া গল্পগুলো সমাজের নানা স্তরের মানুষের স্বপ্ন ও লড়াইয়ের পার্থক্য ও একে অন্যের সাথে চলার যে রসায়ন তা তুলে ধরেছে।
সমাজের কিছু কিছু মানুষকে নিয়ে লিখতে অনেকে ভুলে যায়। ছফা তাদের নিয়ে লিখেছেন। তাদের হয়ে লিখছেন। জেলের আসামী কিভাবে ভাবে, গ্রামের প্রচন্ড যৌন ক্ষুধায় ভোগা যুবতী মেয়ে কিভাবে দিন কাটায়, গরীব ঘরের ছোটছেলেটা মনস্ত্বত্ত কিভাবে তৈরি হয়, পুরোপুরি ব্যর্থ এবং অমেধাবী কবির কবিত্বে বিফল যাওয়ার ফল কি হয় ইত্যাদি...
আমার পড়ার আহমেদ ছফার একমাত্র বই। ভালো লেগেছে। একটা উপন্যাস পড়তে পারি তার লেখা।