চিরকালের শ্রেষ্ঠ একটা সাহিত্য কীর্তি আর সাহিত্য-ভাবনা| অপূর্ব প্রকৃতির বর্ণনা, নিপূণ চরিত্র রচনা, আর কোনো রকমের কেতাবি ধ্যান-ধারণা আমদানি না করে একটা প্রায়-আদিম যুবকের যাপিত জীবনের মধ্যে দিয়ে একটা বিরাট রাজনৈতিক উপলব্ধিতে পৌছানো, এই সব কিছুই ৮০ পাতার মধ্যে সাধন হয়েছে|