সত্যজিতের সেরা সন্দেশ অনেকেই পড়েছেন, দারুন একটা বই, সম্পাদনা খুব ভালো। সন্দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী স্বয়ং, কিন্তু পুরো তিন বছরেও তিনি এই পত্রিকা চালিয়ে যেতে পারেন নি, না তার মৃত্যুর পর সন্দেশ বন্ধ হয় নি, বরং তার সুযোগ্য পুত্র সুকুমার রায় সন্দেশ কে শিশু পত্রিকা থেকে কিশোর পত্রিকায় উন্নিত করেছিলেন, বিষয় বৈচিত্র্য ও বেড়েছিল। উপেন্দ্রকিশোর এর সম্পাদনায় প্রকাশিত সন্দেশ এর গল্প নিয়ে এই বই। সমস্ত গল্প কে তিন ভাগে ভাগ করা হয়েছে, রূপকথা, পুরাণের গল্প, এছাড়া নানান রকমের গল্প। গল্প গুলো খুবই সুখপাঠ্য, যদিও একেবারেই ছোটদের, তবুও পড়তে ভালো লাগলো। এর বেশিরভাগ গল্পই সম্ভবত উপেন্দ্রকিশোর এর নিজের আর রায় পরিবারের সদস্যদের লেখা, কিন্তু দু চারটি লেখা ছাড়া অন্য গুলোতে লেখকের নাম উল্লেখ করা হয় নি, এটি আমার কাছে সম্পাদনার ত্রুটি বলেই মনে হয়েছে। জানিনা সুকুমার রায় এর সম্পাদনায় প্রকাশিত সন্দেশ এর লেখা গুলো নতুনভাবে সংকলিত হয়েছে কিনা, তবু এমন একটি বইয়ের অপেক্ষায় রইলাম।