কার্টুন আঁকা নিয়ে যতদূর জানা যায়, মেহেদী হকই প্রথম বাংলাদেশে কোন বই লিখেছেন। এই বইটি কার্টুন আঁকা নিয়ে তাঁর দ্বিতীয় বই, এবং এটা শিশুদের জন্য। কার্টুনের যে কোন চরিত্র সৃষ্টি করতে গিয়ে তাঁর পেছনে কোন ধরণের চিন্তাভাবনা ও দর্শন কাজ করে, এবং সেটার সাথে ফর্ম আর টেকনিক কি হবে, সেটা এতটাই সহজবোধ্য করে তুলে ধরেছেন যে, যে কারোরই মনে হবে এই কাজটা এতদিন কেউ করেনি কেন! এই আপাতসহজ কিন্তু ভীষণ কঠিন কাজটা করেই বাংলাদেশের এই প্রথিতযশা কার্টুনিস্ট অনেকের ধন্যবাদার্হ হয়ে গেলেন।
স্পাইডারম্যানের মুখটা আঁকতে হবে উপবৃত্ত দিয়ে, হাল্কেরটা চতুর্ভুজ দিয়ে, কিন্তু উলভারিনেরটা ত্রিভুজ দিয়ে। কারণটা কি? কারণ এই আকৃতিগুলোই ব্যাখ্যা করে তাদের চরিত্র। যে কমিকস চরিত্রগুলো পড়ে আমরা নির্মল আনন্দ পাই, তাদের সৃষ্টির পেছনে রয়েছে অনেক ভাবনা, গভীর দর্শন। এর সাথে এগুলো আঁকার টেকনিক ব্যাখ্যা করে, সেটাও একেবারে শিশুদের জন্য সহজবোধ্য করে, মেহেদী হক একটা দুর্দান্ত কাজ করেছেন, কার্টুন বা কমিকস নিয়ে সামান্যতম আগ্রহও আছে এমন যে কারো সংগ্রহে বইটা থাকা বাধ্যতামূলক।