ছবি তুলতেন তিনি, ক্যামেরায়। ছবি আঁকতেনও, কলমে। স্মৃতির ছবি। আর সাদাকালো সেই ছবিতে বাঙালির এক সুবর্ণযুগের বর্ণিল ইতিকথা। তিনি পরিমল গোস্বামী (১৮৯৭-১৯৭৬)। বিহারীলাল গোস্বামীর পুত্র। জীবিকায় ছিলেন সম্পাদক ও বেতারজগতের মানুষ। সেই সূত্রেই রবীন্দ্রনাথ থেকে শুরু করে সে কালের প্রায় সব উজ্জ্বল সাহিত্যিকের সঙ্গ করেছেন। একের পর এক লিখে গিয়েছেন সেই স্মৃতিকথা, ছটি সাড়া জাগানো বইয়েস্মৃতিচিত্রণ, দ্বিতীয় স্মৃতি, আমি যাঁদের দেখেছি, পত্রস্মৃতি, যখন সম্পাদক ছিলাম আর পুনর্যাত্রা স্মৃতিপথে। তার প্রায় সবকটিই এখন অপ্রাপ্য। প্রকাশিত হয়েছিল রূপা ও প্রতিক্ষণ থেকে। এ বার সেই সব স্মৃতিকথা দু’মলাটে নিয়ে এল আনন্দ পাবলিশার্স। প্রকাশিত হল পরিমল গোস্বামীর সমগ্র স্মৃতিচিত্র। ভূমিকা লিখেছেন সুধীর চক্রবর্তী। এ বইয়ে আছে পরিমল গোস্বামী ও তাঁর পুত্র হিমানীশ গোস্বামীর তোলা বহু ছবিও ।