নীরেন্দ্রনাথ কবি, আর কবিতায় সংক্ষেপে অনেক কিছু সারতে হয় বলেই হয়তো কথা বলার আকাঙ্ক্ষাটা মিটিয়ে নেন গোয়েন্দা কাহিনী দিয়ে। রহস্য খুবই সামান্য, বেশিরভাগটাই সামাজিক কথাবার্তা আর স্থানকালের বিবরণ। গদ্যের জন্য রেটিং দিলেও, রহস্য কাহিনি হিসেবে খুব বেশি দেয়া যায় না।