রূপকথার এক পুরীর মত লাগছে তলদেশের প্যারিস শহরকে। নীচের তলার যে প্যারিস তাতে দুঃখ আছে, বেদনা আছে, হাসি আছে, অশ্রুও আছে। কিন্তু আজকের ইফেল টাওয়ারের উপরের যে প্যারিস-এই নাচের আসর—এই যুবক-যুবতীর মেলা, এটাই হয়তাে প্যারিসের আসল রূপ। ইট ড্রিংক এন্ড বি হ্যাপী। যৌবন ত পদ্ম-পাতায় পানি। ঝরে যাবার পূর্বে যত পারাে ফুর্তি করে নাও।
প্যারিসের আত্মা কি বলছে ?