ব্যাকরণভীতি দূর করার জন্য বাংলা ভাষায় বিশেষ করে ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত সরস ও প্রাঞ্জল ভাষায় লিখিত অধ্যাপক যতীন সরকারের এ বইটি থেকে ছোট-বড় সকল পাঠক পুরো ব্যাকরণের সঙ্গেই পরিচিত হতে পারবে। বাংলা ব্যাকরণের প্রায় প্রত্যেকটি শাখা এখানে গল্পের মত করে সাজানো হয়েছে।
সূচিপত্রঃ -কেবলই বদলায় [ব্যাকরণ, ধ্বনি, শব্দ, শব্দের উৎপত্তি, ভাষার পরিবর্তন/ বিকাশ, উচ্চারণরীতি, সাধু ও চলিত রীতি, ধ্বনি পরিবর্তনের নিয়ম (উদাহরণসহ)] -সন্ধি মানে মিলন [সংস্কৃত ও বাংলা সন্ধির নিয়ম] -পরীর ভাষা নয়, পরিভাষা [পরিভাষা, প্রকৃতি বা মৌলিক ও সাধিত শব্দ, পদ, বিভক্তি ইত্যাদি নিয়ে সংক্ষিপ্ত প্রাক-আলোচনা] -শব্দের পদযাত্রা [পদসমূহ, ক্রিয়াবাচক, ভিন্ন পদে রূপান্তর] -পদের নানা ঢঙ [পদসমূহ, বিশেষণের তারতম্য/ তুলনা, পুরুষ, বচন] -ক্রিয়ার আত্মীয়-স্বজন [সম্বন্ধ, সম্বন্ধ ও সম্বোধন পদ, কারক ও বিভক্তি] -বিভক্তির কেরামতি [শব্দরূপ, অনুসর্গ, সংস্কৃত ও বাংলা কারক ও বিভক্তি, সম্বন্ধ পদের বিভক্তি] -শব্দ তৈরির কারখানা [উপসর্গ, প্রত্যয়, সন্ধি ও সমাস - শব্দ তৈরির মূল চারটি নিয়ম এবং ধ্বন্যাত্মক শব্দ-মূল ধ্বন্যাত্মক ও শব্দদ্বৈত বা দ্বিরুক্তি, পদদ্বৈত ইত্যাদি শব্দ তৈরির অন্যান্য নিয়ম] -শব্দে শব্দে শব্দ [সমাস] -শব্দের অর্থ বদল [উৎপত্তি, গঠন এবং অর্থের পার্থক্য - এ তিন বিচারে বাংলা শব্দের প্রকারভেদ বা শ্রেণিবিভাগ এবং অর্থের প্রসার/ বিস্তার, সংকোচ, উন্নতি, অবনতি ও নতুন অর্থের আবির্ভাব - এ পাঁচ রকমে শব্দের অর্থের পরিবর্তন, নানার্থক শব্দ, শব্দের বিশিষ্টার্থক প্রয়োগ বা বাগধারা/ বাকবিধি/ বাক্যরীতি/ বাগভঙ্গি, গলার স্বর বা আওয়াজের ওঠা-নামা বা কোন কথায় জোর দেওয়ার ফলে শব্দের বা বাক্যের নানবিধ অর্থ, বাক্যে 'না' ব্যবহারের রকমফের, সুভাষণ, বাগর্থ/ শব্দার্থতত্ত্ব]
An exceptional book for everyone (especially students if they ever read it) that may perhaps make them fall a little bit more in love with the nuances of grammar and language and words of the Bengali/Bangla language.
Almost each section of grammar, embedded in stories and dialogues among the characters in the book, flowed seamlessly. Comprehension of topics that I dreaded in school came easily to me. I only regret not getting to read it sooner.
5 stars through and through. And so, I shall now endeavour to read the author's "ব্যাকরণের ভয় অকারণ", the book "গল্পে গল্পে ব্যাকরণ" originated from.
Note: Why aren't all textbooks or books on difficult topics written like this?