‘ব্যাকরণের ভয় অকারণ’ যতীন সরকারের বাংলা ব্যাকরণ শিক্ষার ওপর ভিত্তি করে লেখা গ্রন্থ। বাংলা ব্যাকরণ মাত্রই, লেখক লক্ষ করেছেন, ছাত্রদের কাছে বেশ আতঙ্কের বিষয়। কীভাবে তাদের সেই আতঙ্ক দূর করা যায়, বাংলাভাষার বৈশিষ্ট্যগুলোকে গল্পচ্ছলে নতুনরূপে তেমনিভাবে বিশ্লেষণ করেছেন। ছাত্র ও শিক্ষকদের ব্যাকরণ-শিক্ষার জন্য ‘ব্যাকরণের ভয় অকারণ’ গ্রন্থটি সহায়তা করবে।