দুর্গম বাদা অঞ্চলের অপূর্ব প্রাকৃতিক পরিবেশ ও অপূর্ব জীবন-যাপন পদ্ধতিকে আশ্রয় করে এই উপন্যাসের গল্পাংশ গড়ে উঠেছে এবং বাদাবনের অধিবাসী-সুলভ প্রেম ও প্রতিহিংসা, দয়া ও দৌরাত্ম্য, উপকার ও উপদ্রব-প্রবণ বিপরীতমুখী ঘটনা সমূহের ঘাত-প্রতিঘাতে কাহিনী এমন জমে উঠেছে যে, বিস্ময় ও ব্যাকুলতার আবেগে রুদ্ধ নিঃশ্বাসে শেষ অবধি পড়ে যেতে হয়, সমাপ্তিতে পৌঁছাবার আগে মাঝপথে থামবার কোনো উপায় থাকে না।
সভ্য জগত থেকে দূরে অবস্থিত এই জলময় ও জঙ্গলাকীর্ণ অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্যের যে বিচিত্র লীলা দিনরাত অভিনীত হয়ে চলেছে, ছন্নছাড়া যে অপূর্ব জীবন চাঞ্চল্য স্পন্দিত হয়ে চলেছে, তার আলোড়ন আমাদের গৃহ-পালিত পোষ মানা নগর-জীবনের গায়ে এসে আহত হয় এবং মুহূর্তে সচেতন করে তোলে বিচিত্র পটভূমিকায় হিল্লোলিত এমন এক উদ্দাম জীবন প্রবাহ সম্বন্ধে যার পরিচয় লেখকের নখদর্পণে, যার প্রতিচ্ছবি উপন্যাসটির পত্রে পত্রে, ছত্রে ছত্রে। অচেনা ও অজানা রহস্য রাজ্যের প্রথম পথপ্রদর্শক রূপে আলোচ্য উপন্যাসটি মনোজ বসুর এক অমর সৃষ্টি।