গোয়েন্দা চারু ভাদুড়ী বলে কারো অস্তিত্ব যে বাংলা সাহিত্যে আছে এটাই জানতাম না গত সপ্তাহ অবধি😑আর আমার না কি গোয়েন্দা কাহিনী পছন্দের বিভাগ,ছ্যা ছ্যা অথচ এনার বিষয়ে জ্ঞান আমার শূন্য কোঠায় ছিল.বইটা বেশ ছিল , কিছু কিছু জায়গায় সদানন্দ মশাই আমাকে ফেলুদার জটায়ুকে মনে করিয়ে দিচ্ছিলেন,যতটা না ভাদুড়ী মশাই ভেলকি দেখিয়েছেন তার থেকে সদানন্দ বাবুর কাজগুলো নির্মল আনন্দের খোরাক হয়েছে
রেটিং: 🌠🌠🌠.৬০