Nabaneeta Dev Sen is an award-winning Indian poet, novelist and academic. Sen has published more than 80 books in Bengali: poetry, novels, short stories, plays, literary criticism, personal essays, travelogues, humour writing, translations and children’s literature. Her short stories and travelogues are a rare combination of fine humour, deep human concern, and high intellect, which has made her a unique figure in the Bangla literary scene.
She is a well-known children's author in Bengali for her fairy tales and adventure stories, with girls as protagonist. She has also written prize-winning one-act plays.
লেখিকার ন’রকম রচনার সমাহারে সেজে উঠেছে এই বই। পড়তে পড়তে আশ্চর্য্য হয়ে যেতে হয়! যে কলম সরস ভঙ্গিতে কালজয়ীর কোঠায় পৌঁছে যাওয়া সব ভ্রমণকাহিনী লিখছে, সেই কলমই আবার কঠোর শব্দে শাণিত উপন্যাস রচনা করছে; যে কলম রঙ্গ-ব্যঙ্গে জারিত রম্যরচনা উপহার দিচ্ছে, সেই কলমই আদ্যোপান্ত সিরিয়াস প্রবন্ধ লিখছে... কবিতায় গভীর, নাটকে কাব্যময়, ছোয়গল্পে সরস, আত্মকথায় ভণিতাহীন, অনুবাদে নিপুণ; একেই বুঝি বলে বহুমুখীতা! হয়তো তাঁর সব মন্তব্য বা ব্যখা-বিশ্লেষণের সঙ্গে সকলের মন তাল মেলাতে পারে না (যেমন রবীন্দ্রনাথের অনুবাদ বা কমলকুমার মজুমদারের বাক্যগঠন প্রসঙ্গে)। তবু তাঁর সুচিন্তিত যুক্তিকে হেলায় উড়িয়েও দেওয়া যায় না। নবনীতা দেবসেনের লেখা মানেই সহজ ছন্দ, সরল উপস্থাপনা৷ তাই বলে কি গভীরতা নেই? আছে। কিন্তু এমনই স্বচ্ছ সেই লেখনী যে পাড়ে বসেই পাঠক অনুভব করতে পারেন তার অতলান্ত গভীরতা। এমনই স্নিগ্ধতা তাঁর গদ্য জুড়ে যে সামান্য অবগাহনেই মন শীতল, শান্ত হয়ে ওঠে। তাঁর বাস্তব অভিজ্ঞতাই হয়ে ওঠে কাহিনী, আবার কল্পনাই হয়ে ওঠে নিজের জীবন। ঢঙ নেই, ভণিতা নেই, নিজের সীমাবদ্ধতা কি ভুল স্বীকারে কুন্ঠা নেই। সৎ হৃদয়ের সৎ স্বীকারোক্তি৷ তিনি আমাদের বড় আপনজন, আমাদের সাহিত্যজগতের, শিক্ষাজগতের এবং মনুষ্যসমাজের উজ্জ্বল অহংকার—নবনীতা দেবসেন। এ বই যারা পড়েনি, তারা অনেককিছু মিস করে গেল!