‘তুমি ফিরবে বলে’ বইটি রবের দিকে মানুষকে ফিরিয়ে আনার আকুতিভরা এক তীব্র মর্মস্পর্শী আখ্যান। এই বইয়ের প্রতিটি অধ্যায়ে অধ্যায়ে, প্রতিটি শব্দে শব্দে মিশে আছে পথহারা যুবকদের প্রতি ভালোবাসা মেশানো নববি দাওয়াত। আছে তাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করার আকুল আহ্বান। সদ্য গোঁফ গজানো কিশোর থেকে শুরু করে মাঝবয়েসী কোনো ভদ্রলোক এমনকি সারাজীবন সেক্যুলার জীবন যাপন করা প্রৌঢ়ের জন্যেও এই বই সমান গুরুত্ব রাখে।
ইসলাম শুরু হয়েছিল অচেনা আগুন্তকের মত। বহু কাল পর মহাবিশ্ব যখন তার অন্তিম সময়ে চলে আসবে ইসলাম আবারো আগুন্তকের মত হয়ে যাবে, বেচে থাকবে ভাগ্যবান কিছু মানুষের মাঝে। সেই ধারায় জীবন প্রবাহিত হওয়ায় আমরা দেখতে পাই তথাকথিত আধুনিকতার বাধ একবিংশ শতাব্দীর হাজারো তরুণ তরুণীকে ইসলামের প্রকৃত রুপ দেখে বড় হতে দেয়নি। তাদের বড় করা হয়েছে, হচ্ছে ভিন্ন জীবন ধারাতে, যে জীবন আকাংখার দাসত্ব করতে শিখিয়েছে। লেখক ক্ষনিকের জন্য এ জীবনে ডুব দিলেন, দেখতে চাইলেন মোহের তীব্রতা আমাদের কোথায় ডুবিয়েছে। তিনি উঠে এলেন একরাশ বিস্ময় নিয়ে এবং বার্তা দিলেন জীবন চেনাতে। আমরা চিনবো কি? ডুবন্ত, আসক্তিময় এ জীবনে আমরা কেমন একটু পলক ফেলবো কি? যেদিন পুনরত্থান হবে সেদিন কেমন হবে একটু ভাববো কি?
One of the few books where I cried. This book is written like a letter. From an elder Muslim brother to a younger one. To call him on the right way. To show him the proper lifestyle. To warn him what he might fall down if not cautious enough. This is a call we cannot ignore. We ignore Adhan because we don't understand what it says. As a foreign language. But Imagine. If they called us, “Come to Salah, Come to Success” in your own language, ten times a day, how long would we be able to ignore? This book is something like that. Writer addressed all the Muslims as brothers and wrote for them. When I cried? Reading how much Sahabis loved Prophet (ﷺ) and I compared how much did I. Can we really be proud of how much we love ourselves and how much we love Allah (سبحانه وتعالىٰ)? On what basis we ignore the call towards our creator? On what ego or power or which wisdom? On the day of Judgement, when none of our family and friends and love would help us with a bit of their good deeds, only Prophet(ﷺ) would cry for us, “Ya Ummati, Ya Ummati.” The creator, who created love and divided only 1% among us, all creatures, because HE loves us infinity to the power infinity.. we dare to ignore HIS orders? Are we really wise enough when we dissatisfy our Creator and His Messanger? Who are we? Ahmed Didat rightly said, “Islam will win, with you or without you. But you'll lose without Islam.”
হুমায়ূন আহমেদ তার এক বইতে বলেছিলেন, ‘মৃতদেহ নিয়ে যে গাড়ি যায়, সেই গাড়ির দিকে সবাই খুব আগ্রহ নিয়ে তাকায়। গাড়িতে একটা লাল নিশান উড়ে। লাল নিশান মানেই শব বহনকারী গাড়ি। তবে সবাই আগ্রহ নিয়ে তাকালেও মৃতদেহের মুখ কেউ দেখতে চায় না। মৃতদেহ নিয়ে যারা যাচ্ছে, তাদেরকে দেখতে চায়। মৃত মানুষ দেখে কি হবে? মৃত মানুষের কোনো গল্প থাকে না। মানুষ গল্প চায়।’
আমরা সত্যিই গল্প খুব পছন্দ করি। তাই জীবনের অনেকটা সময় কাটাই অনর্থক গল্পগুজবের পেছনে। আর এ বইটি লেখা হয়েছে আলোকিত জীবনে ফিরে আসার কিছু সার্থক গল্প নিয়ে। তুমি ফিরবে বলে বইটি রবের দিকে মানুষকে ফিরিয়ে আনার আকুতিভরা এক তীব্র মর্মস্পর্শী আখ্যান। এই বইয়ের প্রতিটি অধ্যায়ে অধ্যায়ে, প্রতিটি শব্দে শব্দে মিশে আছে পথহারা যুবকদের প্রতি ভালোবাসা মেশানো নববী দাওয়াত।
আল্লাহর শপথ! ঈমান আনার পর সালাতের চেয়ে দামি কোনো ইবাদত নেই। দুনিয়ায় যত নেক আমল আছে, তার মধ্যে সর্বোত্তম হলো সালাত। সালাত হচ্ছে সেই আমল,যা তোমাকে রবের নিকটবর্তী করে দেবে। তোমাকে মুক্তি দিবে দুশ্চিন্তা থেকে। চক্ষুকে শীতল করবে। তুমি কি জানো, বিনয়ের সাথে সালাত আদায়কারীদের সকল গোনাহ মাফ করে দেওয়া হয়?
❝যদি কোনো মুসলমান ফরজ সালাতের সময় হলেই ভালোভাবে ওজু করে, তারপর ভীতি ও বিনয় সহকারে সালাত আদায় করে, তাহলে তার এ সালাত পূর্বের সকল গোনাহের কাফফারা হয়ে যায়।❞
(হাদিসঃ ১০৫৩, নাবাবি, রিয়াদুস সালিহীন)
'তুমি ফিরবে বলে'
বইটি ব্যক্তিগত ভাবে আমার অনেক ভালোলেগেছে। নিজেকে আরো স্রষ্টার সন্নিকটে নিয়ে আলোকিত ভাবে জীবন গড়ার অনুপ্রেরণা পেয়েছি। যা আমাকে স্রষ্টার নিকট আরো বেশি আনুগত্য হওয়ার পথ তৈরী করে দিয়েছে। আমিন।
This entire review has been hidden because of spoilers.
আমি একজন জেনারেল পড়ুয়া ছাত্র। মাওলানা ভাসানী কলেজে পড়তাম।
কলেজে তেমন ভালো ছাত্র ছিলাম না। সারাক্ষণ ফোন, মিউজিক, মুভি এবং আড্ডা নিয়ে মেতে থাকতাম। একদিন অনলাইনের একটা বই আমার চোখে পড়লো। বইটির নাম তুমি ফিরবে বলে। আমার তখন বইটি নিয়ে জানার আগ্রহ হলো। এটি একটি ইসলামী বই কিন্তূ নাম দেখে মনে হচ্ছিল কোনো রোমান্টিক বইটই হবে হয়তো। বইটির অডিও এক নাগারে শুনতে লাগলাম। বুঝতে পারলাম আমি কতটা ভুল পথে রইয়েছি।
এক এক করে অনেক বই শুনতে লাগলাম। আমার অনেক ভালো লাগলো। ভাবলাম কিছু বই সংগ্রহে রাখবো। কিন্তূ আর্থিক সমস্যার কারণে তা আর হলো না।
এরপর মাঝখানে অনেক ঘটনাই ঘটে গেলো।
সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়া হলো ঠিকই। কিন্তু, আর্থিক টানা পড়ার কারণে পরীক্ষা দিয়ে পারলাম না। একটা প্রেমের সম্পর্কে জড়িয়েছিলাম, সে মেয়েটিও আমার সাথে চিট করলো। এখন আবার দায়িত্ব পরিবারকে সামলানোর। কিন্তূ কি করবো বুঝতে পারছি না। বন্ধুরাও আস্তে আস্তে দূরে সরে যাচ্ছিল। কারোর সাথে তেমন যোগাযোগ করতাম না। সারাক্ষণ শুইয়ে বসে মুভি পর্ন গান নিয়ে মত্ত থাকতাম।
জীবনের একপ্রান্তে এসে থমকে গিয়েছে সব। সোশ্যাল মিডিয়া মানুষদের দেখে মনে হতো তারা অনেক সুখে আছে। কিন্তূ আমার আজ কি হলো। জীবনটা বিষাদ ময় হইয়ে গেছে।
আমার একটা ইচ্ছে ছিল যে দিনের পথে নিজেকে উৎসর্গ করবো। সে জন্য জব করে অনেক বইও কিনেছি। কিন্তূ পড়া হতো না তেমন। আজ যখন বইটি হাতে নিয়ে পড়তে থাকি আমার পুরোনো স্মৃতি এবং আমার শেষ গন্তব্যের কথা মনে পড়ে গেলো।
আমার জীবনের উদ্দেশ্য মনে পড়ে গেলো।
এখন আর একটুও সময় অপচয় করা যাবে না। আমিও ফিরতে চাই মুসহাব, সালমান ফার্সী, বিলালের (আ:) মতো।
"ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।" "আমাদের সরল পথ দেখাও"
যুবক ভাই কিংবা বয়স্ক আপনি যেই হউন না কেনো, আজকে এমন একটি বইয়ের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি যেটা আমার মনে হয় ইসলামিক অনুপ্রেরণার একটা আন্ডাররেটেড বই। যেটা হয়তো আরিফ আজাদের মতো লেখকদের বইয়ের মতো সাড়া পায়নি। কিন্তু এই বইটার প্রতিটি অধ্যায় এতই শক্তিশা��ী যে আপনার ইমান ফিরিয়ে আনতে বাধ্য। এই বইটির নাম “তুমি ফিরবে বলে’ লিখেছেন- জাকারিয়া মাসুদ। মুসলমানদের ৫ওয়াক্ত নামাজ। অনেকেই সেটা আদায় করেন না, ইচ্ছা থাকা সত্ত্বেও। হয়তো বলেন , আজ দুপুরে প্রচুর গরম যোহরে আজ যাবোনা।।হয়তো বললেন আজ একটু ঘুমাই আজ ফজরে না উঠি। এখানে আপনাদের একটা হাদীস বলি- ‘’যে ব্যক্তি সর্যোদয় ও সূর্যাস্তের আগে সালাত আদায় করে, সে কখনো জাহান্নামে প্রবেশ করেনা।‘’ এই নামাজ আদায় করার জন্য আপনার মোটিভেশন দরকার? এই বইটাই তদ্জন্য যথেষ্ট!
ছোট বেলায় সুকুমার রায়ের ‘জীবনের হিসাব’ একটা কবিতা পড়েছিলাম না আমরা ? যেখানে নৌকায় বসে বাবু মশাই মাঝির সাথে খুব ভাব নিচ্ছিলেন। যে চাঁদ কিভাবে বাড়ে, জোয়ার-ভাটা কিভাবে হয়, পাহাড় থেকে কিভাবে নদী বয়ে আসে কিংবা চন্দ্র বা সূর্য গ্রহণ কিভাবে হয় এসব। তখন এসব প্রশ্নের যখন উত্তর মাঝি দিতে পারেনাই এখন বাবু মাঝিকে বলে যে তোর তো জীবন দেখি ১২আনাই বৃথা।
কিন্তু কিছুক্ষণ পর যখন নদীতে ঝড় উঠলো তখন দেখা গেলো বাবু মশাই নিজে সাঁতার জানেন না। সে মৃত্যু ভয়ে কুপোকাত! তখন মাঝি তাকে বলেন যে, মশাই এখন কেনো কাবু হচ্ছেন। বাঁচলে আপনি আমার কথা হিসেব করবেন। যেখানে দেখা যায়, হাজার বিদ্যা থাকা সত্ত্বেও ওই মুহূর্তে তাঁর জীবন ১৬আনাই মিছে হয়ে গেলো। ঠিক এই জীবনটাও একই,ধর্মীয় অনুশাসন না মেনে আপনি জীবনে হাজার কোটি টাকা কামাই করবেন, হাজার রঙ তামাশায় নিজেকে হারিয়ে যাবেন ঠিকই কিন্তু জীবনের বেলা ফুরালে আপনাকে জীবনের হিসবে হার মানতেই হবে।যেখান কেঁদে কূল পাওয়া যাবেনা। eই অতি সংক্ষিপ্ত রিভিউ দিয়ে আপনি এই বই মাপতে পারবেন না, বইটি একটা বেশিই ইসলামিক ঘরনার। তাই মুসলমান ভাইদেরকে আমি এই বইটি সাজেস্ট করবো। (👉দয়া করে আপনার বন্ধুদের এই গ্রুপে ইনভাইট করে গ্রুপটাকে আরো বেশি সমৃদ্ধ করতে সাহায্য করুন।)
বইটা বেশ ভালো। সবদিক বিবেচনা করে মনে হইছে তরুণদের কাছে বইটা পৌঁছানো দরকার। আরিফ আজাদের "বেলা ফুরাবার আগে" বইটা থেকে "তুমি ফিরবে বলে" বইটাকে আমি দ্বিগুণ এগিয়ে রাখব।
বইটা জুড়ে আছে একজন গুনাহগারের জন্যে অনুপ্রেরণার বারিধারা। মাঝেমধ্যে বইটা নড়েচড়ে দেখি। আমলে দূর্বলতা আসলে কেটে যায় অনেকটা। লেখক আবেগ ঢেলে বইটাকে সাজিয়েছেন।
One of the most beautiful books I've ever read. It has some particular lines that gave me chills just by thinking about how they're so true and beautiful! Honestly I couldn't find any flaws. Also I want to thank my Elder sister who bought this book for me.
বইটির কন্টেন্ট খুবই ভালো। দিনের প্রতি লেখকের এই খিদমত আল্লাহ্ কবুল করুক। কিন্তু, বইটি পড়ার সময়ে মনে হচ্ছিলো আনাড়ি হাতে লেখা কারও ফেসবুক পোস্ট পড়ছি। লেখার ধারা, ধাঁচ কিছুই একেবারেই ভালো লাগেনি। একদমই সস্তা দরের কাঁচা হাতের লেখা। কোনো লেখকের কাছ থেকে এত নিম্নমানের রাইটিং স্কিল আসলে কাম্য নয়।
আরিফ আজাদ, শামসুল আরেফিন শক্তি কিংবা আসিফ আদনানের মত লেখকরা যেমন কন্টেন্ট তুলে ধরেন তেমনি, ফুটিয়ে তুলেন লেখায় তাদের মুন্সিয়ানা। জাকারিয়া মাসুদ সেই জায়গায় যথেষ্ট ব্যর্থ একজন লেখক। এত বাজে রাইটিং প্রেজেন্টেশন হতাশাব্যঞ্জক... কন্টেন্ট: ১০/১০ লেখার মান: ২/১০