প্রায় পচাশি বছর আগে ১৯৩৯ সালের ১ লা সেপ্টেম্বর জার্মান জাহাজ থেকে বোমা বর্ষণ করা হয় ডানজিগ বন্দরের অদূরে এক উপদ্বীপে, পোলিশ অবস্থানের উপর৷ তার অল্প পরে প্রায় দেড় লক্ষ জার্মান সেনা সীমান্ত অতিক্রম করে ঢুকে পড়ে পোল্যান্ডে৷
দ্রুত স্পষ্ট হয়ে ওঠে যে, ভূখন্ড দখলই শুধু নয়, পোলিশ জাতিকে ধ্বংস করাও জার্মান ভাইমার্খের লক্ষ্য৷ এরপরই শুরু হয় হত্যাযজ্ঞ৷ পোল্যান্ডের শিক্ষিত এবং সুশীল সমাজকে নিশ্চিহ্ন করার উদ্যোগ৷ অধ্যাপক, চিকিৎসক, আইনবিদ, লেখক, রাজনীতিকদের বেছে বেছে হত্যা করা হয়৷ চালানো হয় নির্বিচারে ইতিহাসের সবচেয়ে বৃহৎ ইহুদী নিধন যজ্ঞ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গিয়েছিল প্রায় আট কোটি মানূষ। যা ছিল পুরো পৃথিবীর সেই সময়ের জনসংখ্যার ৩%। আর সামরিক লোকের প্রাণহানির সংখ্যা ছিল প্রায় আড়াই কোটি। ৫০টি রাষ্ট্রের ১০ কোটি সেনা এই মহাসমরে অংশ নেয়।
মানব ইতিহাসে আজ পর্যন্ত এত বেশি মানুষ কোন একটি যুদ্ধে আর কখনোই মৃত্যুবরণ করেনি। এই যুদ্ধআগামী শত বছরের জন্য বদলে দেয় ভূরাজনীতিকে।
5/5