কুরআনের গল্প নিছক গল্প হয় না। সেগুলোতে উপদেশ থাকে, উপলব্ধি থাকে। ঈমান-আমল, সবর-শোকরের পাঠ থাকে। কুরআন প্রত্যেক যুগের জন্য পথনির্দেশ। তাই কুরআন সকল যুগের কথা বলে। চিনিয়ে দেয় প্রত্যেক যুগের ফিরআউনদের এবং যুলুমের বিপরীতে উঠে দাঁড়ানো মুসাদের। এজন্য আমরা মনে করি, কুরআনের গল্পগুলো কেবল প্রাপ্ত বয়স্কদের জন্যই নয়। বরং শিশু কিশোরদের জন্যও। . মাজিদা রিফার রচিত 'কুরআনি গল্পগুচ্ছ' বই থেকে শিশু-কিশোররা নবিদের জানবে। আর তাদের বাবা-মা এবং পরিবার গ্রহণ করবে জীবনের নতুন পাঠ। বইটি হাতে নিলে মনে হতে পারে এর প্রধান আকর্ষণ হয়ত প্রচ্ছদ এবং কাগজের মান। গল্পের সাথে সাথে রঙিন ছবিগুলো বেশ উপভোগ্য। বাচ্চাদের উপহার দেবার উপযোগী করে সাজানো হয়েছে।
আলেমা, সৃজনশীল ও শক্তিমান লেখিকা। পিতা : মাওলানা মুশতাক আহমাদ খান। মুহতামিম : জামেয়া আরাবিয়া ইসলামিয়া ধনকান্দি, শাহপরান, সিলেট। খতীব : কেন্দ্রীয় জামে মসজিদ, বন্দরবাজার, সিলেট শিক্ষা : দাওরায়ে হাদিস, ২০০৭ খ্রি.,মাদরাসাতুল বানাত, উপশহর, সিলেট পেশা : গৃহিণী, জননী, তালিবে ইলম লেখালেখি : লেখেন প্রবন্ধ, ফিচারসহ শিশুতোষ গল্প। অনলাইনে চমৎকার লেখার পসরা সাজিয়ে রাখেন তাঁর টাইমলাইনে। যুগোপযোগী লেখায় তাঁর হাত বড্ড পাকা। বেশ দরদ নিয়ে লিখেন, যেন তপ্তঅশ্রু বেয়ে বেয়ে ঝরে পড়ছে তাঁর কলম থেকে। বাংলা গদ্যে দক্ষতা অসাধারণ। তাঁর বাক্যের বুনন ও কারুকাজ পাঠককে সম্মোহনী শক্তির মতো টানে।
স্বপ্ন : প্রতিবেশী মুসলিম নারীদের সাথে নিয়ে সব ধরনের দ্বীনি ইলম অর্জন করা এবং এ চিন্তা ও কাজ ব্যাপকভাবে অন্যান্য মুসলিম নারীদের মধ্যে ছড়িয়ে দেওয়া। যাতে মায়েদের কোলে বেড়ে উঠতে থাকা ফুলশিশুরা হয় সভ্য পৃথিবীর পাহারাদার এবং যুগের অন্ধকারে দীপ্ত প্রদীপ।